Ajker Patrika

উদ্ধারের ২ ঘণ্টা পরই নীলগাইয়ের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ৪০
উদ্ধারের ২ ঘণ্টা পরই নীলগাইয়ের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মিনাপুর গ্রামে একটি ধূসর রঙের নীলগাই গুরুতর আহত অবস্থায় আটক করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এর ২ ঘণ্টা পরই বিলুপ্তপ্রায় প্রজাতির এই নীলগাইটি মারা গেছে।

গত শুক্রবার বিকেলে হরিপুর সদর ইউনিয়নের মিনাপুর এলাকায় পথচারীরা নীলগাইটি দেখতে পান। পরে তাঁরা এটিকে আটক করেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে বিজিবি সদস্যরা নীলগাইটি নিজেদের হেফাজতে নেন।

আহত নীলগাইটিকে সুস্থ করে তুলতে বিজিবি ক্যাম্পে ছুটে যান হরিপুর প্রাণিসম্পদ বিভাগের টেকনিশিয়ান (এআই) আব্দুল জলিল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাণীটির পুরো শরীরে মারাত্মক জখম হয়েছে। পেছনের বাম পায়ের খুরের একটি অংশ ছুটে পড়ে গেছে। সামনের ডান পা ও নাকের চামড়া ছিঁড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে নিস্তেজ হয়ে প্রাণীটি মারা গেছে।’ প্রাণীটিকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে কি না জানতে চাইলে আব্দুল জলিল বলেন, ‘ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় প্রাণীটির শরীরে সীমান্তের তারকাঁটার আঘাত লাগে। এ কারণে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এতে নীলগাইটির মৃত্যু হতে পারে।’

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘হরিপুরের পার্শ্ববর্তী দিনাজপুর ৪২ বিজিবির বিওপি ক্যাম্পের সদস্যরা নীলগাইটি উদ্ধার করে তাঁদের ক্যাম্পে নিয়ে যায় বলে শুনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত