Ajker Patrika

বিশৃঙ্খল অটোরিকশায় সড়কজুড়ে যানজট

চান্দিনা প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৭: ০৬
বিশৃঙ্খল অটোরিকশায়  সড়কজুড়ে যানজট

চান্দিনা পৌরসভার সদর বাজার সড়কে এলোমেলোভাবে চলছে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা। সেই সঙ্গে সড়কের বিভিন্ন পয়েন্টে গড়ে উঠেছে অবৈধ অটোরিকশা স্ট্যান্ড। এ ছাড়া পৌরসভার প্রধান এই সড়কটির ফুটপাত দখল করে দোকান বসিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে সড়কটিতে যানজট লেগেই থাকছে।

প্রতিদিনের যানজটে নাকাল হয়ে পড়েছেন নগরবাসী। নিয়মিত চলাচলকারী পেশাজীবী, শ্রমজীবী, পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে ভোগান্তি।

এদিকে পৌরসভার গুরুত্বপূর্ণ এই সড়কে যানজটের কারণে আশপাশের সংযোগ সড়কগুলোতেও যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ পথচারীদের হেঁটে চলাও দায় হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, চান্দিনা পৌরসভার প্রধান সড়কটির পুরোনো গরু বাজার থেকে পশ্চিম বাজার ইসলামী ব্যাংক পর্যন্ত যানজট লেগে থাকে। সড়কের দুই পাশে হকারদের বেচা-বিক্রি ও সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠাতে-নামাতে দেখা গেছে। চান্দিনা বাজারের এই সড়কটির সঙ্গে রয়েছে চারটি আঞ্চলিক সড়কে সংযোগ। ফলে আঞ্চলিক যাত্রীবাহী যানবাহন ও মালবাহী গাড়ির যাতায়াত থাকে বেশি।

স্থানীয় বাসিন্দা মো. জাকির হোসেন বলেন, ‘চান্দিনায় যানজট একটি বড় সমস্যা। রোগী নিয়ে হাসপাতালে যেতে যানজটের কারণে সড়কেই অনেক্ষণ আটকা পড়ে থাকতে হয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে ফুটপাত দখলমুক্ত করা জরুরি। এ ছাড়া ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার জন্য নির্ধারিত স্টেশন করে দিলে যানজট কমে যাবে।’

চান্দিনা বাজার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূঁইয়া বলেন, ‘যানজটের কারণে ব্যবসায়ীরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা পৌরসভা ও প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুফল পাইনি।’

পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া বলেন, ‘পৌর কর্তৃপক্ষ এবং প্রশাসন যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অটোরিকশাগুলোকে নির্ধারিত স্থানে রাখার চেষ্টা চলছে। সবাই সহযোগিতা করলে যানজট নিরসন করা সম্ভব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত