Ajker Patrika

পুলিশ ফাঁড়ির ভেতরে মারপিটের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৬: ৩৮
পুলিশ ফাঁড়ির ভেতরে মারপিটের অভিযোগ

সাতক্ষীরা শহরের দক্ষিণকাটিয়া পুলিশ ফাঁড়ির মধ্যেই অভিযোগকারীকে মারপিট করার অভিযোগ উঠেছে। ফাঁড়ির অফিসরুমের মধ্যে মারপিট করলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় পৃথক আরেকটি অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ বলছে, ফাঁড়ির মধ্যে মারপিটের অভিযোগ সঠিক নয়।

দক্ষিণকাটিয়া এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা জানান, ‘আমার বাড়ির প্রাচীরের সঙ্গে লাগিয়ে পিলার নির্মাণ করছে আনারুল ঢালী। পিলারটি একটু সরিয়ে নির্মাণের অনুরোধ করলে মারপিটের হুমকি দেয়। এরপর ঘটনাটি পাশের পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে বিরোধ নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে ফাঁড়িতে উপস্থিত হওয়ার কথা জানান। এরপর গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফাঁড়িতে আমি ও আমার দুই ছেলে উপস্থিত হওয়ার পর ফাঁড়ির অফিস রুমের মধ্যেই আমাদের মারপিট করা হয়। মারপিট করেন আনারুল ইসলাম, আব্দুর রহমান, শাহেদ, শাহিনসহ অজ্ঞাত একজন। তাঁরা স্থানীয় এই এলাকার বাসিন্দা।’

তিনি আরও জানান, ‘মারপিট করার সময় ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মিজানুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি। বরং গতকাল বুধবার পর্যন্ত পিলার নির্মাণ অব্যাহত রেখেছে। এ ঘটনায় আমি সদর থানায় আবার অভিযোগ করেছি।’

কাটিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, সকালে পুলিশ পাঠিয়ে নির্মাণাধীন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ফাঁড়ির মধ্যেই মারপিট করার অভিযোগটি সঠিক নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...