Ajker Patrika

বড়দিনে অপূর্বর টালিউড অভিষেক

বড়দিনে অপূর্বর টালিউড অভিষেক

টিভি নাটকের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন ওয়েব কনটেন্টেও। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন। তবে ওই একটিই, এরপর বাংলাদেশের আর কোনো সিনেমায় দেখা যায়নি অভিনেতাকে। গত বছরের সেপ্টেম্বরে তিনি পা রাখেন টালিউডে।

পশ্চিমবঙ্গের নির্মাতা প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর। গত বছর শুটিং শেষ হলেও এত দিন সিনেমাটির মুক্তি নিয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে এল সুখবর। চালচিত্রর প্রযোজক ফিরদৌসুল হাসান জানিয়েছেন, এ বছরের বড়দিনে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইনভেস্টিগেটিভ থ্রিলারটি।

এতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে চার অভিনেতাকে—টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসু। আরও আছেন রাইমা সেন ও স্বস্তিকা দত্ত। গতকাল প্রকাশ করা হলো চরিত্রদের ফার্স্টলুক। অপূর্বকে দেখা যাচ্ছে লাল পাঞ্জাবিতে, গালভর্তি দাড়ি। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন। জানা গেছে, চালচিত্র সিনেমায় অপূর্ব অভিনয় করেছেন একটি রহস্যময় চরিত্রে।

নির্মাতা প্রতীম জানিয়েছেন, সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। তদন্ত করতে গিয়ে দেখা যায়, খুনের পরে যেভাবে বডিগুলো সাজিয়ে রাখা হচ্ছে, তার সঙ্গে বারো বছরের পুরোনো এক মামলার মিল খুঁজে পাওয়া যায়। রহস্য উদ্‌ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এক রহস্যময় পুরুষ। এ চরিত্রে আছেন অপূর্ব।

সিনেমাটি নিয়ে অপূর্ব বললেন, ‘এটা তো থ্রিলার। একধরনের লুকোচুরি খেলা চলতে থাকবে গল্পজুড়ে। গল্প নিয়ে কিছু বলা নিষেধ আছে। শুধু এটুকু বলি, অসাধারণ গল্প। দারুণ টিম। আমরা চমৎকার পরিবেশে কাজ করেছি। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। সবার কাছে দোয়া চাই, যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি।’

নির্মাতা জানিয়েছেন, চালচিত্র থ্রিলার হলেও পারিবারিক সম্পর্ক আর ইমোশনের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সিনেমার অ্যাকশনের দিকেও দেওয়া হয়েছে বিশেষ মনোযোগ। প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, ‘মূলত কপ মুভির মতো তৈরি করতে চেয়েছি চালচিত্র।

বিনোদনমূলক সিনেমা, তার সঙ্গে রহস্য জাল বিস্তার করবে। বলিউড থেকে অ্যাকশন ডিরেক্টর প্রতীক পরমারকে নিয়ে আসা হয়েছিল। ফলে অ্যাকশনের দিক দিয়েও এ সিনেমায় অনেক নতুন টেকনিক ব্যবহার করা হয়েছে, যা দর্শকের ভালো লাগবে।’

সিনেমার সংগীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। ঊষা উত্থুপ, ইমন চক্রবর্তী, রূপম ইসলামের মতো শিল্পীরা কণ্ঠ দিয়েছেন গানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত