টিভি নাটকের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন ওয়েব কনটেন্টেও। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন। তবে ওই একটিই, এরপর বাংলাদেশের আর কোনো সিনেমায় দেখা যায়নি অভিনেতাকে। গত বছরের সেপ্টেম্বরে তিনি পা রাখেন টালিউডে।
পশ্চিমবঙ্গের নির্মাতা প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর। গত বছর শুটিং শেষ হলেও এত দিন সিনেমাটির মুক্তি নিয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে এল সুখবর। চালচিত্রর প্রযোজক ফিরদৌসুল হাসান জানিয়েছেন, এ বছরের বড়দিনে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইনভেস্টিগেটিভ থ্রিলারটি।
এতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে চার অভিনেতাকে—টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসু। আরও আছেন রাইমা সেন ও স্বস্তিকা দত্ত। গতকাল প্রকাশ করা হলো চরিত্রদের ফার্স্টলুক। অপূর্বকে দেখা যাচ্ছে লাল পাঞ্জাবিতে, গালভর্তি দাড়ি। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন। জানা গেছে, চালচিত্র সিনেমায় অপূর্ব অভিনয় করেছেন একটি রহস্যময় চরিত্রে।
নির্মাতা প্রতীম জানিয়েছেন, সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। তদন্ত করতে গিয়ে দেখা যায়, খুনের পরে যেভাবে বডিগুলো সাজিয়ে রাখা হচ্ছে, তার সঙ্গে বারো বছরের পুরোনো এক মামলার মিল খুঁজে পাওয়া যায়। রহস্য উদ্ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এক রহস্যময় পুরুষ। এ চরিত্রে আছেন অপূর্ব।
সিনেমাটি নিয়ে অপূর্ব বললেন, ‘এটা তো থ্রিলার। একধরনের লুকোচুরি খেলা চলতে থাকবে গল্পজুড়ে। গল্প নিয়ে কিছু বলা নিষেধ আছে। শুধু এটুকু বলি, অসাধারণ গল্প। দারুণ টিম। আমরা চমৎকার পরিবেশে কাজ করেছি। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। সবার কাছে দোয়া চাই, যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি।’
নির্মাতা জানিয়েছেন, চালচিত্র থ্রিলার হলেও পারিবারিক সম্পর্ক আর ইমোশনের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সিনেমার অ্যাকশনের দিকেও দেওয়া হয়েছে বিশেষ মনোযোগ। প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, ‘মূলত কপ মুভির মতো তৈরি করতে চেয়েছি চালচিত্র।
বিনোদনমূলক সিনেমা, তার সঙ্গে রহস্য জাল বিস্তার করবে। বলিউড থেকে অ্যাকশন ডিরেক্টর প্রতীক পরমারকে নিয়ে আসা হয়েছিল। ফলে অ্যাকশনের দিক দিয়েও এ সিনেমায় অনেক নতুন টেকনিক ব্যবহার করা হয়েছে, যা দর্শকের ভালো লাগবে।’
সিনেমার সংগীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। ঊষা উত্থুপ, ইমন চক্রবর্তী, রূপম ইসলামের মতো শিল্পীরা কণ্ঠ দিয়েছেন গানে।
টিভি নাটকের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন ওয়েব কনটেন্টেও। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন। তবে ওই একটিই, এরপর বাংলাদেশের আর কোনো সিনেমায় দেখা যায়নি অভিনেতাকে। গত বছরের সেপ্টেম্বরে তিনি পা রাখেন টালিউডে।
পশ্চিমবঙ্গের নির্মাতা প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর। গত বছর শুটিং শেষ হলেও এত দিন সিনেমাটির মুক্তি নিয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে এল সুখবর। চালচিত্রর প্রযোজক ফিরদৌসুল হাসান জানিয়েছেন, এ বছরের বড়দিনে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইনভেস্টিগেটিভ থ্রিলারটি।
এতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে চার অভিনেতাকে—টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসু। আরও আছেন রাইমা সেন ও স্বস্তিকা দত্ত। গতকাল প্রকাশ করা হলো চরিত্রদের ফার্স্টলুক। অপূর্বকে দেখা যাচ্ছে লাল পাঞ্জাবিতে, গালভর্তি দাড়ি। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন। জানা গেছে, চালচিত্র সিনেমায় অপূর্ব অভিনয় করেছেন একটি রহস্যময় চরিত্রে।
নির্মাতা প্রতীম জানিয়েছেন, সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। তদন্ত করতে গিয়ে দেখা যায়, খুনের পরে যেভাবে বডিগুলো সাজিয়ে রাখা হচ্ছে, তার সঙ্গে বারো বছরের পুরোনো এক মামলার মিল খুঁজে পাওয়া যায়। রহস্য উদ্ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এক রহস্যময় পুরুষ। এ চরিত্রে আছেন অপূর্ব।
সিনেমাটি নিয়ে অপূর্ব বললেন, ‘এটা তো থ্রিলার। একধরনের লুকোচুরি খেলা চলতে থাকবে গল্পজুড়ে। গল্প নিয়ে কিছু বলা নিষেধ আছে। শুধু এটুকু বলি, অসাধারণ গল্প। দারুণ টিম। আমরা চমৎকার পরিবেশে কাজ করেছি। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। সবার কাছে দোয়া চাই, যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি।’
নির্মাতা জানিয়েছেন, চালচিত্র থ্রিলার হলেও পারিবারিক সম্পর্ক আর ইমোশনের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সিনেমার অ্যাকশনের দিকেও দেওয়া হয়েছে বিশেষ মনোযোগ। প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, ‘মূলত কপ মুভির মতো তৈরি করতে চেয়েছি চালচিত্র।
বিনোদনমূলক সিনেমা, তার সঙ্গে রহস্য জাল বিস্তার করবে। বলিউড থেকে অ্যাকশন ডিরেক্টর প্রতীক পরমারকে নিয়ে আসা হয়েছিল। ফলে অ্যাকশনের দিক দিয়েও এ সিনেমায় অনেক নতুন টেকনিক ব্যবহার করা হয়েছে, যা দর্শকের ভালো লাগবে।’
সিনেমার সংগীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। ঊষা উত্থুপ, ইমন চক্রবর্তী, রূপম ইসলামের মতো শিল্পীরা কণ্ঠ দিয়েছেন গানে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪