Ajker Patrika

হেডলাইট জ্বেলে যান চলাচল

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১: ৫৯
হেডলাইট জ্বেলে যান চলাচল

দিনাজপুরের হিলিতে কিছুটা আগেভাগেই শীত পড়তে শুরু করেছে। দিনের বেলাতেও দেখা মিলছে ঘন কুয়াশা। কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। অপর দিকে শীতে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে।

গত মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশায়াচ্ছন্ন হয়ে পড়ে হিলির পুরো এলাকা। বৃষ্টির মতো আকাশ থেকে ঝরতে থাকে কুয়াশা। সেসঙ্গে বাড়তে শুরু করে শীতের তীব্রতা। সকাল থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।

যখন সূর্যের দেখা মেলে তখন তাপমাত্রা কিছুটা বাড়ে। তবে বিকেলের পর থেকে আবারও তাপমাত্রা কমতে থাকে।

ট্রাকচালক সিরাজুল ইসলাম বলেন, ঢাকা থেকে হিলি স্থলবন্দরে পাথর নিতে এসেছি। যেখানে হিলিতে পৌঁছানোর কথা ছিল সকালে, সেখানে পৌঁছাতে ১১টা বেজে গেছে। এর কারণ সকাল থেকে কুয়াশায় কোনো কিছুই দেখা যাচ্ছে না। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে কোনো রকমে দেখেশুনে ট্রাক চালাতে হয়েছে; যার কারণে দেরি হয়ে গেছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, বায়ুমণ্ডলের ওপরিভাগে জলীয়বাষ্পের পরিমাণটা বেড়ে গেছে, যার কারণে কুয়াশার পরিমাণটা বেশি আর সূর্যের আলো স্বাভাবিকের তুলনায় ২-৩ ঘণ্টা পরে পাওয়া যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

এলাকার খবর
Loading...