Ajker Patrika

মোটরসাইকেলের তালা খোলার ‘জাদুর চাবি’

সিলেট প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১২: ০৯
মোটরসাইকেলের তালা খোলার ‘জাদুর চাবি’

চোরাই মোটরসাইকেলের তালা খুলতে বিশেষ এক ধরনের চাবি ব্যবহার করছে সিলেটের একটি চক্র। তারা এই চাবির নাম দিয়েছে ‘সিম’ বা ‘জাদুর চাবি’। আর এই জাদুর চাবি দিয়েই যে কোনো মোটরসাইকেলের তালা খুলতে পারে এই চক্র।

সম্প্রতি সরকারি এক কর্মকর্তার মোটরসাইকেল চুরির পরপরই পুলিশ তিন চোরকে গ্রেপ্তারের পর এ তথ্য পায়। গত শুক্রবার রাত আটটার দিকে নগরের চৌহাট্টা থেকে দুই মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজার থেকে আরেক চোরকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার আনোয়ারপুর গ্রামের মো. ফয়েজ তালুকদার (৩০), সিলেট জেলার জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার শেখপাড়া গ্রামের শুক্কুর মিয়া (২৫) এবং বালাগঞ্জ উপজেলার তালতলা গ্রামের আলী হাসান।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফয়েজ ও শুক্কুর আন্তবিভাগীয় মোটরসাইকেল চোর দলের সক্রিয় সদস্য। ফয়েজের বিরুদ্ধে সিলেট মহানগর, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় মোট আটটি ও শুক্কুরের বিরুদ্ধে তিনটি চুরির মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, চোরদের আটক করার সময় তাঁদের কাছ থেকে কয়েকটি বিশেষ চাবি পাওয়া যায়। যে সব চাবি দিয়ে যে কোনো মোটরসাইকেলের লক খুলে ফেলা যায়। মোটরসাইকেল চোর চক্রের কাছে এটা ‘সিম’ নামে পরিচিত। এটি ব্যবহার করে যে কোনো ধরনের মোটরসাইকেলের লক খুলে ফেলতে পারে চোরাই চক্রটি। সিলেটের এক ব্যক্তি চোরাই চক্রের কাছে বিশেষ এই চাবিটি সরবরাহ করেন। পুলিশ তাঁকে ধরতে ইতিমধ্যে কাজ শুরু করেছে।

এদিকে, গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান। তিনি বলেন, গত বুধবার বিকেল ৪টার দিকে বিয়ানীবাজার উপজেলা প্রকল্প কর্মকর্তার অফিসের নামে বরাদ্দ করা মোটরসাইকেলটি উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে চুরি হয়। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি মামলা করা হয়। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত