Ajker Patrika

চিকিৎসকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

নকলা (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৬
চিকিৎসকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

শেরপুরের নকলায় এক মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (অব.) পরিতোষ সাহার বিরুদ্ধে।

গত মঙ্গলবার বিকেলে নকলা পৌরশহরে পরিতোষ সাহার মালিকানাধীন সাহা মেডিকেল হলে তার ব্যক্তিগত চেম্বারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জানা গেছে, পরিতোষ সাহার বাড়ি উপজেলার ১ নম্বর গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী সাহাপাড়া গ্রামে। পরিতোষ সাহার বিরুদ্ধে ইতিপূর্বে তার চেম্বারে একাধিক মহিলা রোগীকে যৌন নিপীড়নের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভিকটিমের বাবা দিনমজুর এবং মা ঢাকা শহরে গৃহপরিচারিকার কাজ করেন। অভাব অনটনের কারণে সে নকলায় নানার বাড়িতে থেকে স্থানীয় একটি মাদরাসায় ৮ম শ্রেণিতে লেখাপড়া করেন।

ভিকটিমের নানি জানান, গলার ব্যথার চিকিৎসা করাতে তিনি তার নাতনিকে নিয়ে পরিতোষ সাহার ব্যক্তিগত চেম্বার সাহা মেডিকেল হলে আসেন। কিন্তু পরিতোষ সাহা তার গলা না দেখে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা সাহা মেডিকেল হল ঘেরাও করে। তখন পরিতোষ পালিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত