Ajker Patrika

নতুন বছরের শুরুতে শান্তির বার্তা বিশ্বনেতাদের

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১০: ০৩
নতুন বছরের শুরুতে শান্তির বার্তা বিশ্বনেতাদের

প্যারিস, লন্ডন, টাইম স্কয়ার কি মেলবোর্ন সব জায়গায় সীমিত পরিসরে উদ্‌যাপিত হয়েছে এবারের নববর্ষ-সন্ধ্যা। ঐতিহ্য মেনে নববর্ষের সন্ধ্যায় বা নতুন বছরের প্রথম দিন শুভেচ্ছাবার্তা দিয়েছেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীরা।

৩১ ডিসেম্বর সন্ধ্যায় এক ভিডিওবার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘মহামারি থেকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। কাজে ফিরতে হবে। আনন্দযজ্ঞে সবাইকে স্বাগত।’

বিদায়ী বছরের সন্ধ্যায় জনগণকে সামনের দিকে তাকাতে, দূরদর্শী হতে আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সঙ্গে সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রস্তুত থাকতে এবং ‘কৌশলগত লক্ষ্যে’ স্থির থাকতেও আহ্বান জানান তিনি।

সামরিক সংঘাত কোনো সমাধান নয় বলে নতুন বছরের প্রথম দিন দেওয়া এক বক্তৃতায় মন্তব্য করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। চীনকে লক্ষ্য করে তিনি এ মন্তব্য করেছেন।

২০২২ সালে নিজেদের কূটনীতি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

চলতি বছর উন্নয়নের সোনালি মুহূর্ত তৈরির আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা ছাড়া, ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি’ প্রকল্পের দশম কিস্তিতে গতকাল ২০ হাজার কোটি রুপি দেওয়ারও ঘোষণা দেন তিনি।

নববর্ষের সন্ধ্যার ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেদের নিরাপত্তা ও স্বার্থে এক সুতাও ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত