Ajker Patrika

শিক্ষকের পা ভেঙে দেওয়ার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ৩৬
শিক্ষকের পা ভেঙে দেওয়ার অভিযোগ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিধলকুরা ইউনিয়নে এক স্কুলশিক্ষকসহ চারজনকে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। হামলাকারীদের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে সিধলকুরা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজালাল দর্জির ডান পা ও ডান হাতের হাড় ভেঙে গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই শিক্ষককে চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়েছেন চিকিৎসকেরা।

সিধলকুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাসুদুল ইসলাম বাবুল শেখের সমর্থকেরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ আহতদের। এ ঘটনায় গতকাল বুধবার ৩০ জনকে আসামি করে থানায় মামলা করতে গেলে পুলিশ তা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী খবির উদ্দিন সজল মাদবর।

গুরুতর আহত শাহজালাল দর্জিকে ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসকেরা।

সিধলকুরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খবির উদ্দিন সজল মাদবর আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের শুরু থেকে আমার সমর্থকেরা প্রচার চালাতে পারছেন না। মঙ্গলবার রাতে পরিকল্পিতভাবে আমার সমর্থকদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। থানায় অভিযোগ করেও কোনো ফলাফল পাচ্ছি না। এ ঘটনার পর আমার সমর্থকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন।’

জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদুল ইসলাম বাবুল শেখ মুঠোফোনে বলেন, ‘আমার সমর্থকেরা কোনো হামলার সঙ্গে জড়িত না। এলাকায় এই ধরনের কোনো হামলার ঘটনা আমার জানা নেই। শুনেছি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে স্কুলশিক্ষক শাহজালাল দর্জির হাত পা ভেঙেছে। অন্যরা কীভাবে আহত হয়েছে তা জানা নেই।’

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহম্মেদ জানান, শিক্ষককে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত