Ajker Patrika

৮৩ কিমির পর ক্ষ্যান্ত দিলেন ক্ষিতীন্দ্র, হলো না বিশ্ব রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও সুনামগঞ্জ প্রতনিধি
Thumbnail image

সাঁতারে বিশ্ব রেকর্ড গড়া হলো না একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যর। ৮৩ কিলোমিটার সাঁতার কাটার পর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে উঠিয়ে নেওয়া হয়।  

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য গতকাল বেলা পৌনে দুটার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার হরিপাটি নামক স্থানে সুরমা নদীতে সাঁতার কাটা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তাঁকে নৌকায় তোলা হয় এবং যাত্রা স্থগিত করা হয়।

এর আগে বিশ্ব রেকর্ড গড়তে গত সোমবার সকালে সিলেট থেকে সাঁতার শুরু করেছিলেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। নগরীর সুরমা কিনব্রিজ পয়েন্ট সংলগ্ন চাঁদনিঘাট থেকে সাঁতার শুরু করেন। তাঁর ২৮৫ কিলোমিটার সাঁতরে কিশোরগঞ্জের ভৈরব ফেরিঘাটে পৌঁছানোর কথা ছিল। এতে প্রায় ৭০ ঘণ্টা সময় লাগতে পারে বলে তাঁর ধারণা ছিল। এইটুকু পথ সাঁতরে যেতে পারলে টানা সাঁতারের বিশ্ব রেকর্ড হবে বলেও জানিয়েছিলেন ক্ষিতিন্দ্র।

গতকাল তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধারের পর চিকিৎসকদের বরাত দিয়ে সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার বলেন, ‘বৃষ্টি আর নদীর পানি প্রচুর ঠান্ডা। তাই সকাল থেকেই ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, অক্সিজেন ৮৫-তে ছিল। আমরা বারবার অনুরোধ করলেও তিনি গন্তব্যে যাওয়ার প্রত্যয়ে সাঁতার চালিয়ে গেলেও অবশেষে শরীরের কাছে হার মানতে হয়েছে। তিনি প্রায় ৩৩ ঘণ্টা সাঁতার কেটে ৮৩ কিলোমিটার জলপথ পাড়ি দিয়েছেন। পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত