Ajker Patrika

মুসল্লিদের মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৯: ৫৮
মুসল্লিদের মানববন্ধন

বরগুনার পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে মানববন্ধন করেছেন মুসল্লিরা। সানপাওয়ার সিরামিকস কোম্পানির জায়নামাজ সদৃশ্য ফ্লোর টাইলস নিম্নমানের হওয়ায় ক্ষতিপূরণের দাবিতে এ মানববন্ধন করেন মুসল্লিরা। গত শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদসংলগ্ন প্রধান সড়কে ওই মানববন্ধন করা হয়। এতে সহস্রাধিক মুসল্লি অংশ নেন।

পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি কাজী মোহাম্মদ তোহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জামে মসজিদের খতিব এইচ এম গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক গোলাম কিবরিয়া, কালমেঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওয়ালিদ মক্কী প্রমুখ।

পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, ‘সানপাওয়ার সিরামিকস কোম্পানির জায়নামাজ সাদৃশ্য ৫ হাজার ১০০ বর্গফুট ফ্লোর টাইলস দুই বছর আগে স্থাপন করা হয়। স্থাপনের কিছুদিন পরেই সবগুলো ফ্লোর টাইলসে কালো দাগ পড়ে নষ্ট হয়ে যায়। বিষয়টি টাইলস কোম্পানির কাছে অভিযোগ দেওয়া হলে, কোম্পানির পক্ষ থেকে কয়েক দফা এসে পরিদর্শন করা হয়।’

পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি কাজী মোহাম্মদ তোহা বলেন, ‘মুসল্লিদের দানের ছয় লাখ টাকা দিয়ে মসজিদের ফ্লোর টাইলস কেনা হয়েছে। কিন্তু ওই টাইলস নষ্ট হয়ে যাওয়ায় বারবার অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবির হোসেন বলেন, ‘যদি দ্রুততম সময়ের মধ্যে এই টাইলসগুলো পরিবর্তন করে না দেন, তাহলে আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সানপাওয়ার সিরামিকসের একজন নির্বাহী ব্যবস্থাপক জানান, কেমিক্যালগত ত্রুটির কারণে টাইলসগুলো নষ্ট হয়ে গেছে। জেলা পরিবেশকের প্রত্যয়ন পেলে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত