Ajker Patrika

দাদ হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন

ডা. তাওহীদা রহমান ইরিন
দাদ হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন

প্রশ্ন: আমি কিছুদিন আগে হাতে 
ও পায়ে দাদ রোগে আক্রান্ত হয়েছি। চুলকানোর ফলে ত্বকে কালো গোল গোল দাগ হয়ে গেছে। আর হাতের কনুইয়ের আশপাশে ছোট ছোট র‍্যাশ ও দাগ হচ্ছে। এগুলোর প্রতিকারে কী করতে পারি? 
অপূর্ব, রংপুর

উত্তর: দাদ হচ্ছে ছত্রাকজাতীয় একধরনের রোগ। ভীষণ ছোঁয়াচে এই রোগ শরীরের এক জায়গায় হলে অন্য জায়গায়ও হয়। এমনকি আক্রান্ত অন্য কারও সংস্পর্শে এলেও এ রোগ হতে পারে। ছত্রাকের সংক্রমণ হলে চিকিৎসকেরা সাধারণত অ্যান্টিফাঙ্গাল মলম ও খাওয়ার জন্য অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিয়ে থাকেন। দাদ হলে সে জায়গাটি পরিষ্কার ও শুকনো রাখতে হয়। যে কাপড় দিয়ে ওই জায়গাটি মুছবেন, তা ধুয়ে রাখতে হবে। ওই কাপড় দিয়ে শরীরের অন্য জায়গা মুছবেন না। ব্যবহৃত জামাকাপড় ও বিছানার কাপড় পরিষ্কার রাখতে হবে। এখন একটু গরম পড়ায় উষ্ণতা ও আর্দ্রতাও বেড়েছে। এ সময় ফাঙ্গাসের সংক্রমণ খুব বেশি দেখা দেয়। তবে ত্বকের এ ধরনের সমস্যা দাদ না হয়ে একজিমাও হতে পারে। একজিমা হলে এর চিকিৎসাপ্রক্রিয়া একেবারেই ভিন্ন। সে ক্ষেত্রে ত্বক বিশেষজ্ঞ দেখিয়ে নিলে ভালো হয়। 

প্রশ্ন: আমার বয়স ২৬ বছর। কিছুদিন ধরে ঘাড়, পিঠ, পেট ও হাতে একধরনের লাল রঙের ফুসকুড়ির উপস্থিতি টের পাচ্ছি। এগুলো অনেক চুলকায়। আবার চুলকালে পিণ্ড আকারে ফুলে ওঠে। চিকিৎসক লরিক্স নামক মলম ব্যবহার করতে বলেছেন। একটি টিউব পুরো ব্যবহার করেছি। তবে উন্নতি হয়নি। আমার অ্যালার্জিজনিত সমস্যা নেই।
আরমান, ঢাকা

উত্তর: আপনি যেসব র‍্যাশের কথা বলেছেন, সেগুলো বেশ কয়েকটি রোগের কারণে হতে পারে। ত্বকের রোগ আসলে না দেখে বলা মুশকিল। আপনাকে চিকিৎসক যে মলমটি দিয়েছেন, সেটি স্ক্যাবিস রোগের জন্য দেওয়া হয়। এই মলম ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। এটি গলা থেকে পা পর্যন্ত পরপর তিন দিন ব্যবহার করতে হয়। এরপর এক সপ্তাহ বাদে আবার ব্যবহার করতে হয়। এই মলম ত্বকের অন্যান্য মলমের মতো যেখানে সমস্যা, শুধু সেখানেই ব্যবহার করলে হয় না। ত্বকের এই সমস্যার সঙ্গে যদি চুলকানি থাকে, তাহলে মুখে সেবনের জন্য অ্যান্টিহিস্টামিন ওষুধও খেতে হয়। সেই সঙ্গে ব্যবহৃত কাপড় এবং বিছানার চাদর গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে কড়া রোদে ভালো করে শুকিয়ে ব্যবহার করতে হবে। কারণ, এটি ত্বকের ভীষণ ছোঁয়াচে রোগ। খেয়াল করে দেখুন, আপনার পরিবারের অন্য কারও এই অসুখ আছে কি না। তা ছাড়া আপনার প্রতিষ্ঠানের কারও এই সমস্যা আছে কি না, সেটাও খেয়াল রাখবেন।

ডা. তাওহীদা রহমান ইরিন, ত্বক বিশেষজ্ঞ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত