Ajker Patrika

চিংড়িতে জেলি মেশানো থামছেই না, উদ্বেগ

গাজী আবদুল কুদ্দুস, ডুমুরিয়া (খুলনা) 
আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৫: ৪৬
Thumbnail image

খুলনার ডুমুরিয়ায় প্রশাসনের অভিযানেও থামছে না চিংড়িতে জেলি পুশ। অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় চিংড়ির ওজন বাড়াতে এই তরল পদার্থ মেশান। এসব চিংড়ি ইউরোপে রপ্তানির ফলে সেখানে দেশের সুনাম নষ্ট হচ্ছে। বিভিন্ন সময় বাতিল হচ্ছে শিপমেন্ট। এদিকে বাতিল হওয়া শিপমেন্টের চিংড়ি পরে দেশের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চিংড়িতে অপদ্রব্য পুশ করা বন্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেও ফল মিলছে না। গত ২৮ সেপ্টেম্বর কাজী সামসুর রহমান মৎস্য আড়তে চিংড়িতে জেলি পুশ করায় ৪০ হাজার টাকা জরিমানা ও ৩ হাজার কেজি চিংড়ি কেরোসিন মিশিয়ে বিনষ্ট করা হয়।

গত ৩০ আগস্ট মালতিয়া মোড়ে মিজানুর রহমানের ডিপোতে চিংড়িতে জেলি পুশ করায় ৫ হাজার টাকা জরিমানা ও ২০ কেজি চিংড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। গত ১ আগস্ট কাঁঠালতলা বাজারে বকুল জোয়ারদারের ডিপোয় জেলিতে চিংড়ি ভিজিয়ে রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ওই ডিপোয় চিংড়ি বিক্রি করতে আসা ব্যবসায়ী স্বপন মণ্ডলের চিংড়ি পরীক্ষা করে জেলি পাওয়ায় তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গত ২৭ জুলাই আঠারমাইল বাজার মৎস্য আড়তে চিংড়িতে জেলি পুশ করায় তিনজনকে জেল-জরিমানা ও ১৫০ কেজি মাছ নদীতে ফেলে দেওয়া হয়। গত ২৫ জুলাই চিংড়িতে জেলি পুশ করায় এক ব্যক্তিকে ৭ দিনের জেল এবং আরেকজনকে ১৫ দিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালত।

ডুমুরিয়া অঞ্চলে হাজার হাজার চিংড়ি প্রক্রিয়াজাতের ডিপো রয়েছে। এখানকার কিছু ডিপোতে চিংড়িতে জেলি পুশ করার অভিযোগ রয়েছে। কেজিতে ১০০-২০০ গ্রাম জেলি পুশ করা হয়। এতে গ্রেড হিসেবে দাম বেড়ে যায়। অসাধু ব্যবসায়ীরা অপদ্রব্য ঢুকিয়ে এসব মাছ বিভিন্ন কোম্পানিতে বিক্রি করেন।

এসব মাছ প্রক্রিয়াজাতকরণ কোম্পানি ফেরত দিলে তা চলে যায় দিনাজপুর, পঞ্চগড়, বগুড়া, ঢাকার সাভার, সদরঘাট, কারওয়ান বাজার, চট্টগ্রাম, চাঁদপুর, কক্সবাজার, পটুয়াখালী ও ফেনীসহ দেশের বিভিন্ন বাজারে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে আরও জানা গেছে, বাংলাদেশের চিংড়ির অন্যতম বাজার ফ্রান্স, চীন, জাপান, ইতালি, যুক্তরাজ্য, রাশিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, বেলজিয়াম, তাইওয়ান, ডেনমার্ক, আয়ারল্যান্ড, সুইডেন, মরিশাস, সংযুক্ত আরব-আমিরাত, পর্তুগাল, অস্ট্রিয়া, সাইপ্রাস ও ডোমিনিকান রিপাবলিক।
র‍্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ বলেন, অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করে ওজন বাড়ান। তাঁদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক বলেন, চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে মৎস্য বিভাগ সক্রিয় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত