নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ ফেব্রুয়ারির আগে চট্টগ্রাম নগরীর সব সাইনবোর্ড বাংলায় প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার নগরীর কাজীর দেউড়িতে আনুষ্ঠানিকভাবে সাইনবোর্ড বাংলায় প্রতিস্থাপন কর্মসূচির উদ্বোধন কালে এ মন্তব্য করেন তিনি।
মেয়র বলেন, ২১ ফেব্রুয়ারির মধ্যে কেউ যদি এই নির্দেশনা প্রতিপালন না করেন তাহলে তাঁদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযানের মাধ্যমে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেবেন।
এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুর ১২টার দিকে নগরীর কাজীর দেউড়ি এলাকায় অভিযান শুরু করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এ সময় তিনি এলিগ্যান্ট সিরামিক নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার জরিমানা করেন। পরে চসিকের কর্মীরা ওই প্রতিষ্ঠানের নামফলক কালো কালি দিয়ে মুছে দেন।
রেজাউল করিম চৌধুরী বলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় উপায় হলো বাংলা ভাষার স্বাতন্ত্র্য, শুদ্ধতা এবং সৌন্দর্য যাতে অক্ষুণ্ন থাকে সে লক্ষ্যে সক্রিয় থাকা। বাংলা ভাষার শুদ্ধতা রক্ষায় ব্যর্থ হলে পরম গৌরবময় আত্মদান বৃথা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
মেয়র আরও বলেন, ভাষার মাসে মাতৃভাষার প্রতি মানুষের ভালোবাসা জাগিয়ে তুলতে হবে। নবীন প্রজন্মের জ্ঞান-আকাঙ্ক্ষা আর স্বপ্নের আদান-প্রদান মাতৃভাষার মাধ্যমে সবচেয়ে সফলভাবে সম্পন্ন হতে পারে।
বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাংসদ মাজহারুল হক শাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, ডা. শাহ আলম ভূঁইয়া, তৌহিদুল আলম কাজল, হাসান মারুফ রুমি, আসমা আক্তার, ডা. আর কে রুবেল, শফিউদ্দিন কবীর আবিদ, সিঞ্চন ভৌমিক প্রমুখ।
২১ ফেব্রুয়ারির আগে চট্টগ্রাম নগরীর সব সাইনবোর্ড বাংলায় প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার নগরীর কাজীর দেউড়িতে আনুষ্ঠানিকভাবে সাইনবোর্ড বাংলায় প্রতিস্থাপন কর্মসূচির উদ্বোধন কালে এ মন্তব্য করেন তিনি।
মেয়র বলেন, ২১ ফেব্রুয়ারির মধ্যে কেউ যদি এই নির্দেশনা প্রতিপালন না করেন তাহলে তাঁদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযানের মাধ্যমে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেবেন।
এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুর ১২টার দিকে নগরীর কাজীর দেউড়ি এলাকায় অভিযান শুরু করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এ সময় তিনি এলিগ্যান্ট সিরামিক নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার জরিমানা করেন। পরে চসিকের কর্মীরা ওই প্রতিষ্ঠানের নামফলক কালো কালি দিয়ে মুছে দেন।
রেজাউল করিম চৌধুরী বলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় উপায় হলো বাংলা ভাষার স্বাতন্ত্র্য, শুদ্ধতা এবং সৌন্দর্য যাতে অক্ষুণ্ন থাকে সে লক্ষ্যে সক্রিয় থাকা। বাংলা ভাষার শুদ্ধতা রক্ষায় ব্যর্থ হলে পরম গৌরবময় আত্মদান বৃথা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
মেয়র আরও বলেন, ভাষার মাসে মাতৃভাষার প্রতি মানুষের ভালোবাসা জাগিয়ে তুলতে হবে। নবীন প্রজন্মের জ্ঞান-আকাঙ্ক্ষা আর স্বপ্নের আদান-প্রদান মাতৃভাষার মাধ্যমে সবচেয়ে সফলভাবে সম্পন্ন হতে পারে।
বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাংসদ মাজহারুল হক শাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, ডা. শাহ আলম ভূঁইয়া, তৌহিদুল আলম কাজল, হাসান মারুফ রুমি, আসমা আক্তার, ডা. আর কে রুবেল, শফিউদ্দিন কবীর আবিদ, সিঞ্চন ভৌমিক প্রমুখ।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪