Ajker Patrika

বিশ্রামাগার নির্মাণ হচ্ছে দেশের সব আদালতে

এস এম নূর মোহাম্মদ, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২২, ১০: ৩১
বিশ্রামাগার নির্মাণ হচ্ছে দেশের সব আদালতে

দেশের প্রতিটি আদালত প্রাঙ্গণে হাজারো মানুষের সমাগম ঘটে প্রতিদিন। কেউ আসেন মামলায় হাজিরা দিতে, কেউ আসেন কারাবন্দী আসামির সঙ্গে দেখা করতে। অনেকে আবার তাঁদের আইনি সহযোগিতা দিতেও আসেন। অথচ তাঁদের বসা বা বিশ্রামের জন্য নেই কোনো ব্যবস্থা। নেই পর্যাপ্ত টয়লেট-সুবিধাও। সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হয় দুগ্ধপোষ্য শিশু নিয়ে আদালতে আসা মায়েদের। নানা প্রয়োজনে আসা এসব মানুষের ভোগান্তি দূর করতে প্রত্যেক জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট।

জেলার পাশাপাশি সুপ্রিম কোর্টেও বিচারপ্রার্থীদের জন্য তৈরি করা হচ্ছে বিশ্রামাগার। এসব বিশ্রামাগারের নাম হবে ‘ন্যায়কুঞ্জ’। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির নির্দেশে গত ১৩ জুন সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত বিভাগ এবং সব জেলা ও দায়রা জজদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

জানতে চাইলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সুপ্রিম কোর্টে শেড তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আশা করি, দ্রুতই কাজ শেষ করে তা উদ্বোধন করা যাবে। এ ছাড়া সারা দেশের আদালতে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার নির্মাণ করতে সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। এরই মধ্যে পরিকল্পনা করে কাজও শুরু হয়েছে। এসব বিশ্রামাগার তৈরি হলে আদালতে আসা সাক্ষী এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।’

জানা গেছে, জেলা ভেদে কমপক্ষে ১০০ জনের এবং চৌকি আদালতে ৪০-৫০ জনের বসার উপযোগী বিচারপ্রার্থী-বিশ্রামাগার স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিশ্রামাগারে নারী ও পুরুষের জন্য আলাদা ইউনিট, মায়েদের জন্য আলাদা ব্রেস্টফিডিং কক্ষ, প্রত্যেক ইউনিটে ২টি করে টয়লেট, দুইটি ইউনিটেই সুপেয় পানির ব্যবস্থা এবং একটি মিনি স্টেশনারি দোকানের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার স্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার তৈরি একটি ভালো উদ্যোগ। এর প্রয়োজনীয়তা রয়েছে। আমরা একে স্বাগত জানাই।’ তবে দ্রুত নির্মাণকাজ শেষ করা উচিত বলে মনে করেন তিনি।

সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান বলেন, বিষয়টি ইতিবাচক এবং সময়োপযোগী সিদ্ধান্ত। বিচারপ্রার্থীদের জন্য এই বিশ্রামাগার খুবই প্রয়োজনীয়। তবে দেখতে হবে দালাল বা ফড়িয়ারা যেন সেখানে তাঁদের ব্যবসার ক্ষেত্র বানিয়ে না নেন। এটি হলে মূল উদ্দেশ্য ব্যাহত হবে। আদালত সংশ্লিষ্ট কর্মচারীদের বিষয়টি তদারকি করার জন্য দায়িত্ব দিতে হবে। তাঁরা নিশ্চিত করবেন বিচারপ্রার্থী ছাড়া কোনো দালাল সেখানে অবস্থান করছেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত