Ajker Patrika

পুলিশের মামলায় আসামি বিএনপির ৪১ নেতা

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৬: ৫১
পুলিশের মামলায় আসামি বিএনপির ৪১ নেতা

খুলনায় গত সোমবার পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলায় ৪১ জন বিএনপি নেতাকে আসামি করা হয়েছে। খুলনা সদর থানায় এ মামলা করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নেতা-কর্মীদের হয়রানি বন্ধ না করলে ও গ্রেপ্তার নেতাদের মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ করবে বিএনপি নেতাকর্মীরা। এ জন্য ৫ হাজার নেতা-কর্মী প্রস্তুত রয়েছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি এবং তাঁর মুক্তির দাবিতে গত সোমবার দুপুরে এবং বিকেলে বিএনপি সমাবেশ করে। এই সমাবেশে পুলিশ বাধা দেয় এবং লাঠিপেটা করে। এ সময় বিএনপি নেতা-কর্মীরাও পুলিশের ওপর হামলা করে বলে জানিয়েছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন।

হামলার ঘটনায় বিএনপির ৪১ নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ৩৫০ জনের নামে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার রাতে খুলনা থানার এসআই আলামিন ও এসআই আবু সাদেক বাদী হয়ে এ দুটি মামলা দায়ের করেন।

এদিকে বিএনপির সমাবেশে বাধা, নেতা-কর্মীদের ওপর হামলা ও পুলিশি নির্যাতন বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, সোমবার খুলনা নগর বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে ৭১ জন নেতা-কর্মীকে আহত করেছে। উল্টো বিএনপির ৪১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের আরও ৩২০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পুলিশ সোমবার বিএনপির সিনিয়র নেতাদের এলোপাথাড়ি নির্মমভাবে পিটিয়েছে। পুলিশের স্বেচ্ছাচারিতার চূড়ান্ত রূপ দেখছি আমরা। এর আগে পুলিশ খুলনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ২০০টি মামলা দিয়েছে। অবিলম্বে পুলিশের এই কর্মকাণ্ড বন্ধ না হলে ৫ হাজার নেতা-কর্মীকে নিয়ে স্বেচ্ছায় কারাবরণের কর্মসূচি ঘোষণা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত