মেহেরপুর প্রতিনিধি
২০০২ সালের মার্চে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে যান চুয়াডাঙ্গার হাপানিয়া গ্রামের বাচেনা খাতুন। চিকিৎসক বলেছিলেন, পিত্তথলিতে পাথর হয়েছে, দ্রুত অস্ত্রোপচার করাতে হবে। সে সময় জমানো টাকা দিয়ে ওই ক্লিনিকে অস্ত্রোপচার করেন বাচেনা। কিন্তু এতেও ব্যথা কমেনি, একবারের জন্যও সুস্থ হতে পারেননি তিনি। গত রোববার রাজশাহীতে এক্স-রে করে জানা গেল তাঁর পেটে রয়েছে একটি কাঁচি। এক, দুই কিংবা তিন নয়, দীর্ঘ ২০ বছর ধরে এই কাঁচি বয়ে বেড়াচ্ছেন তিনি।
বাচেনার স্বামী আবদুল হামিদ জানান, পেটের ব্যথা উপশমে ২০০২ সালে মেহেরপুরের গাংনীর রাজা ক্লিনিকে অস্ত্রোপচার হয়েছিল তাঁর স্ত্রীর। ওই সময় ভুলক্রমে ভেতরে কাঁচি রেখে দেন চিকিৎসক। গত রোববার এ কথা জানার পর বিষয়টি তাঁদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
মেহেরপুরের শেষ সীমান্ত চুয়াডাঙ্গা জেলার নওদা হাপানিয়া গ্রামের জীর্ণ একটি কুটিরে বাস বাচেনা খাতুন ও স্বামী আবদুল হামিদের। পরিবারের দুই সন্তান বিয়ের পর থেকেই আলাদা থাকে। স্বামী শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধী ভাতা ও স্ত্রীর মাঠে কাজ করার রোজগারেই সংসার চলে তাদের।
বাচেনা খাতুন বলেন, ‘বিভিন্ন চিকিৎসকের কাছে গেলেও কিছুতেই সুস্থ হতে পারিনি। খরচ জোগাতে প্রথমে একখণ্ড জমি বিক্রি করে চিকিৎসা করতে থাকি। পরে পালিত গাভি, ছাগল ও হাঁস-মুরগি বিক্রি করি। বারবার রাজা ক্লিনিকে গেলেও তারা সাহায্যের হাত বাড়ায়নি। গত ডিসেম্বরের শেষ দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিনের চিকিৎসকের কাছে গেলে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম দেন। এক্স-রে করার পর আমার শরীরের ভেতরে একটি কাঁচি (রাফ সিজার) দেখতে পান তাঁরা। পর পর তিনবার করা হয় এক্স-রে। একই ফল মেলে।’
প্রতিবেদকের সঙ্গে কথা বলতে বলতে একসময় কান্নায় ভেঙে পড়েন বাচেনা। তিনি বলেন, আমার সহায় সম্বল সব শেষ। এখন কী দিয়ে চিকিৎসা করাব। কিছুদিন আগেই রাজশাহীতে যাওয়ার পর বিভিন্ন রিপোর্ট করতে আমার ৩২ হাজার টাকা খরচ হয়েছে। এর বেশির ভাগই ধারদেনার টাকা।
বাচেনার প্রতিবেশী চায়না খাতুন জানান, এ ঘটনা জানার পর আমরাও এখন চিকিৎসকের কাছে সিজার বা অন্য অপারেশন করতে যেতে ভয় পাচ্ছি। ইউপি সদস্য শমসের আলী জানান, খরচ জোগাতে ঋণের জালে বন্দী হয়ে গেছে পরিবারটি। এখন চিকিৎসা করার সামর্থ্যটুকুও নেই। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুহুল কুদ্দুস টিটো এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসকদের এমন কাণ্ডজ্ঞানহীনতা কখনো মেনে নেওয়া যায় না।
এদিকে রাজা ক্লিনিকের মালিক ডা. পারভিয়াস হোসেন রাজা বলেন, কাজ করলে ভুল হতেই পারে। আমি আমার ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চাচ্ছি। তাঁর সুচিকিৎসার জন্য আমার পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. জাহিদুর রেজা জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
২০০২ সালের মার্চে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে যান চুয়াডাঙ্গার হাপানিয়া গ্রামের বাচেনা খাতুন। চিকিৎসক বলেছিলেন, পিত্তথলিতে পাথর হয়েছে, দ্রুত অস্ত্রোপচার করাতে হবে। সে সময় জমানো টাকা দিয়ে ওই ক্লিনিকে অস্ত্রোপচার করেন বাচেনা। কিন্তু এতেও ব্যথা কমেনি, একবারের জন্যও সুস্থ হতে পারেননি তিনি। গত রোববার রাজশাহীতে এক্স-রে করে জানা গেল তাঁর পেটে রয়েছে একটি কাঁচি। এক, দুই কিংবা তিন নয়, দীর্ঘ ২০ বছর ধরে এই কাঁচি বয়ে বেড়াচ্ছেন তিনি।
বাচেনার স্বামী আবদুল হামিদ জানান, পেটের ব্যথা উপশমে ২০০২ সালে মেহেরপুরের গাংনীর রাজা ক্লিনিকে অস্ত্রোপচার হয়েছিল তাঁর স্ত্রীর। ওই সময় ভুলক্রমে ভেতরে কাঁচি রেখে দেন চিকিৎসক। গত রোববার এ কথা জানার পর বিষয়টি তাঁদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
মেহেরপুরের শেষ সীমান্ত চুয়াডাঙ্গা জেলার নওদা হাপানিয়া গ্রামের জীর্ণ একটি কুটিরে বাস বাচেনা খাতুন ও স্বামী আবদুল হামিদের। পরিবারের দুই সন্তান বিয়ের পর থেকেই আলাদা থাকে। স্বামী শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধী ভাতা ও স্ত্রীর মাঠে কাজ করার রোজগারেই সংসার চলে তাদের।
বাচেনা খাতুন বলেন, ‘বিভিন্ন চিকিৎসকের কাছে গেলেও কিছুতেই সুস্থ হতে পারিনি। খরচ জোগাতে প্রথমে একখণ্ড জমি বিক্রি করে চিকিৎসা করতে থাকি। পরে পালিত গাভি, ছাগল ও হাঁস-মুরগি বিক্রি করি। বারবার রাজা ক্লিনিকে গেলেও তারা সাহায্যের হাত বাড়ায়নি। গত ডিসেম্বরের শেষ দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিনের চিকিৎসকের কাছে গেলে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম দেন। এক্স-রে করার পর আমার শরীরের ভেতরে একটি কাঁচি (রাফ সিজার) দেখতে পান তাঁরা। পর পর তিনবার করা হয় এক্স-রে। একই ফল মেলে।’
প্রতিবেদকের সঙ্গে কথা বলতে বলতে একসময় কান্নায় ভেঙে পড়েন বাচেনা। তিনি বলেন, আমার সহায় সম্বল সব শেষ। এখন কী দিয়ে চিকিৎসা করাব। কিছুদিন আগেই রাজশাহীতে যাওয়ার পর বিভিন্ন রিপোর্ট করতে আমার ৩২ হাজার টাকা খরচ হয়েছে। এর বেশির ভাগই ধারদেনার টাকা।
বাচেনার প্রতিবেশী চায়না খাতুন জানান, এ ঘটনা জানার পর আমরাও এখন চিকিৎসকের কাছে সিজার বা অন্য অপারেশন করতে যেতে ভয় পাচ্ছি। ইউপি সদস্য শমসের আলী জানান, খরচ জোগাতে ঋণের জালে বন্দী হয়ে গেছে পরিবারটি। এখন চিকিৎসা করার সামর্থ্যটুকুও নেই। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুহুল কুদ্দুস টিটো এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসকদের এমন কাণ্ডজ্ঞানহীনতা কখনো মেনে নেওয়া যায় না।
এদিকে রাজা ক্লিনিকের মালিক ডা. পারভিয়াস হোসেন রাজা বলেন, কাজ করলে ভুল হতেই পারে। আমি আমার ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চাচ্ছি। তাঁর সুচিকিৎসার জন্য আমার পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. জাহিদুর রেজা জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫