Ajker Patrika

ছলচাতুরী করা কোম্পানির আইপিও হবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০: ২০
ছলচাতুরী করা কোম্পানির আইপিও হবে না

ছলচাতুরীর আশ্রয় নিলে কোনো কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হবে না জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। তিনি জানান, সব তথ্যপ্রমাণ ঠিক থাকলে এক থেকে চার সপ্তাহের মধ্যে আইপিওর অনুমোদন দেওয়া হবে। তিনি গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে পুঁজিবাজার বিষয়ে এক আলোচনায় এমন মন্তব্য করেন।

শিবলী রুবাইয়াত বলেন, পুঁজিবাজার সম্পর্কে উদ্যোক্তাদের ধারণা পরিবর্তন হচ্ছে। তারা এ বাজার থেকে টাকা নিতে চায়। বাজারের ইতিবাচক ভাবমূর্তির কারণে কয়েক সপ্তাহের মধ্যে পুঁজিবাজারে বেশ কয়েকটি ভালো কোম্পানির শেয়ার আসবে বলেও জানান তিনি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘অনেক কোম্পানির কাগজপত্র ঠিক নেই। তারা নানান ছলচাতুরীর আশ্রয় নেয়। এ জন্য তারা সময় নিয়েও কাগজপত্র জমা দিতে পারে না। পরে তারাই বিএসইসিকে দায়ী করে। সুতরাং যারা এসব করে, এমন কোম্পানির আইপিওর আবেদন করার দরকার নেই।’

দেশের পুঁজিবাজারকে এগিয়ে নিতে এবং এ বাজারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করা হচ্ছে জানিয়ে শিবলী রুবাইয়াত বলেন, ‘আমরা বিদেশি বিনিয়োগকারীদের সাড়া পাচ্ছি। সামনে বিনিয়োগ আসবে। বড় বিনিয়োগ আসতে একটু সময় লাগে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস আওয়ারের উপদেষ্টা আকতার হোসেন সান্নামাত। এতে বক্তব্য দেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত