Ajker Patrika

সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩: ০৪
সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার

দিনাজপুরের খানসামায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইন শৃঙ্খলা নিয়ে প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তা অফিসের আয়োজনে উপজেলা কমপ্লেক্স হলরুমে মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনে তাঁদের অভিমত প্রকাশ করেন।

খানসামা ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।

উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, ইন্সপেক্টর (তদন্ত) মমিনুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হকসহ ছয় ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীরা।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, আমরা চাই এ নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হোক। আর তাই ভোটাররা যাতে নিরাপদে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এ জন্য নির্বাচনী কাজে সংশ্লিষ্ট সবাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার পক্ষ পাতকমূলক আচরণ-অবস্থান, গাফিলতি ও শৈথিল্য বরদাশত করা হবে না। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত