Ajker Patrika

ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহারে সেমিনার

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৩
ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহারে সেমিনার

কুষ্টিয়ায় ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়নে করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া শহর সমাজসেবা অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকসানা বেগম। এ সময় বিশেষ অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মুরাদ সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন এবং সেমিনারের ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়নে করণীয় শীর্ষক বিষয়গুলো তুলে ধরেন।

উক্ত সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি জিএম গোলাম মোস্তফা, বিআরডিবি জেলা শাখার উপপরিচালক আবু সালেহ আফজাল, কুষ্টিয়া সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহীন উদ্দিন, কুষ্টিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, ইনডিপেনডেন্ট টেলিভিশন এবং আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লাহ, সাংবাদিক এসএম জামাল প্রমুখ।

এ সময় সমাজ সেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, এনজিওসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন সেমিনারে অংশগ্রহণ করেন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত