Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৭: ৫৬
এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।

⊲সিনপাট (বাংলা সিরিজ)

অভিনয়: সোহেল শেখ, মোহাম্মদ রিফাত বিন মানিক, জিন্নাত আরা, শিবলী নোমান প্রমুখ।
দেখা যাবে: চরকি।
গল্পসংক্ষেপ: মাদক ব্যবসায়, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত সোহেল। নিজের এলাকা থেকে বিতাড়িত হয়ে তালা খোলা এক্সপার্ট ফাজু নামের একজনকে সঙ্গে নিয়ে নতুন এক শহরে আস্তানা গাড়ে। সেখানে গিয়েও অপরাধ তাদের পিছু ছাড়ে না। সঙ্গে যুক্ত হয় এলাকার নেশাদ্রব্য বিক্রেতা দুরু। এদিকে ধুরন্ধর সাংবাদিক হাবিবুল বাশার তাদের আগের অপরাধের সন্ধান করে এসে পৌঁছায় এখানেও।
 
⊲ কিলার স্যুপ (হিন্দি সিরিজ)
অভিনয়: মনোজ বাজপেয়ি, কঙ্কনা সেনশর্মা
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: সিরিজের গল্প একটি কাল্পনিক শহর মৈনপুরকে ঘিরে। ওই শহরে বসবাস করা স্বাতী হতে চায় সেরা রাঁধুনি। স্বামীকে একদমই পছন্দ না তার। তাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার আশায় প্রেমিক উমেশের সঙ্গে পরিকল্পনা করে স্বাতী। আর তার পরেই উমেশ আর স্বাতীর জীবনে ঘটে যায় একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। এভাবেই পরতে পরতে এগিয়ে চলে রহস্যে মোড়া এই কাহিনি।
 
⊲ রোল প্লে (ইংলিশ সিনেমা)
অভিনয়: কেলি কুকো, ডেভিড ওয়েলো
দেখা যাবে: প্রাইম ভিডিও
গল্পসংক্ষেপ: ডেভ ও এমা দম্পতিকে ঘিরে সিনেমার গল্প। দুই সন্তানকে নিয়ে শহরতলিতে বসবাস তাদের। এমার একটি গোপন জীবন আছে, যেখানে কন্ট্রাক্ট কিলিং তার পেশা। কিন্তু এ বিষয়ে কিছুই জানত না তার স্বামী ডেভ। ডেভ সিদ্ধান্ত নেয় পরিকল্পিত কিছু ঘটনার মাধ্যমে স্ত্রীকে সারপ্রাইজ দেবে। তখনই হঠাৎ করে প্রকাশ পেয়ে যায় এমার গোপন পেশার খবর। হতবিহ্বল হয়ে পড়ে ডেভ। 
 
⊲ লিফট (ইংলিশ সিনেমা)
অভিনয়: কেভিন হার্ট, গুগু এমবাথা র, স্যাম ওয়ার্থিংটন
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: ৪০ হাজার ফুট ওপর দিয়ে উড়ে যাচ্ছে একটি যাত্রীবাহী বিমান। সেই বিমানে রয়েছে ৫০০ মিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ। সেই স্বর্ণ ছিনিয়ে আনতে হামলা চালায় সাইরাস ও তার দল। দীর্ঘদিনের চেষ্টায় এই হামলার পরিকল্পনা সাজিয়েছে সাইরাস। শুরুটা হয় পরিকল্পনামাফিক। কিন্তু মাঝপথে ঘটে বিপত্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত