Ajker Patrika

হাসপাতাল সিলগালা ৯ জনের কারাদণ্ড

মানিকগঞ্জ ও সিঙ্গাইর প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২২, ১০: ০৪
হাসপাতাল সিলগালা ৯ জনের কারাদণ্ড

মানিকগঞ্জের সিঙ্গাইরে প্রসূতি মৃত্যুর ঘটনায় সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে প্রশাসন। সেই সঙ্গে প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ৯ জনকে হাজতে পাঠানো হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথের উপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিবা অর্ণব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতালটি সিলগালা করেন।

দণ্ডিতরা হলেন হাসপাতালটির নিরাপত্তা প্রহরী হামিদুর রহমান এবং আব্দুল করিম। তাঁদের ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বাকিদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, সিঙ্গাইরের সিটি হাসপাতালে গত রোববার অস্ত্রোপচারে মাধ্যমে সাবিনা নামে এক প্রসূতি মেয়েসন্তানের জন্ম দেন। অস্ত্রোপচারের পর সাবিনার অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। তিনি উপজেলার সায়েস্তা ইউনিয়নের টাকিমারা গ্রামের বাসিন্দা মুখলেছ মিয়ার স্ত্রী। এই মৃত্যুর ঘটনায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল কর্মকর্তা ফারহানা নবিকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়।

তদন্ত কমিটির সদস্যসচিব ফারহানা নবি বলেন, ‘হাসপাতালটির মালিক নজরুল ইসলামের কাছে প্রতিষ্ঠানের কাগজপত্র দেখতে চেয়েছিলাম। তিনি তা দেখাতে পারেননি। এ ছাড়া প্রসূতির অস্ত্রোপচার যিনি করেছেন, তিনি কোনো ডিগ্রিধারী চিকিৎসক নন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত