Ajker Patrika

একটি দৃশ্যে টানা ১৬ মিনিট অভিনয় করেছি

মীর রাকিব হাসান
একটি দৃশ্যে টানা ১৬ মিনিট অভিনয় করেছি

‘লাইভ’-এর প্রচারণা কেমন চলছে?
কোনো প্রচার নেই। সাংবাদিক ভাই-বন্ধুরা যা করছে, এতটুকুই। ব্যাপারটা খুবই দুঃখজনক এবং আমি হতাশ। এত ভালো একটা সিনেমার প্রচারণায় এমন ঘাটতি দেখে দুঃখ ছাড়া কিছুই করার নেই।

সেটা কেন? নির্মাতারা কী বলছেন?
আমি বারবার যোগাযোগ করেছি, কীভাবে কী করা যায় তা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমার শিডিউলও দেওয়া ছিল মুক্তির আগে ১৫-২০ দিন সিনেমার প্রচারণার জন্য। এখন প্রযোজনা সংস্থার কাউকেই খুঁজে পাচ্ছি না। আমার পক্ষে যতটুকু সম্ভব প্রচারের চেষ্টা করছি।

সিনেমাটি নিয়ে কতটা আশাবাদী?
সিনেমাটি সমসাময়িক একটা ঘটনার ওপর নির্মিত। এই সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই পরিচালক শামীম আহমেদ রনী সিনেমাটি বানিয়েছেন। সাইকো থ্রিলার যেমন হওয়া উচিত, তেমনই হয়েছে। যাঁরা দেখবেন, তাঁরা প্রশংসা করবেন বলে আশা রাখি।

আবারও মাহির সঙ্গে জুটি বাঁধলেন। এবারের অভিজ্ঞতা কেমন ছিল?
মাহি দারুণ অভিনেত্রী। আগের চেয়ে অনেক পরিণত মানুষ ও অভিনেত্রী। লাইভ সিনেমায় তাঁর চরিত্রটা পরিচালক যতটুকু আশা করেছিলেন, তার চেয়েও বেশি পেয়েছেন বলে আমি জানি। সামনে আমাদের ‘বুবুজান’, ‘নরসুন্দরী’ আর ‘অশ্রুঘর’ মুক্তির অপেক্ষায় আছে। ওই সিনেমাগুলোও দর্শকদের ভালো লাগবে।

টিজারে মনে হয়েছে আপনার চরিত্রের অনেকগুলো শেড আছে। চরিত্রটা নিয়ে যদি বলতেন?
টিজারে সিনেমার মূল গল্প বোঝা মুশকিল। গল্পটা আরও বিস্তারিত, আমার চরিত্রটাও সরলরৈখিক না। সাইকো থ্রিলার গল্প, তাই এখনই বেশি কিছু বলতে চাইছি না। টিজার দেখে অনেকে ভাবতে পারেন চরিত্রটা নেগেটিভ। আসলে তা নয়। তবে গল্পের প্রয়োজনে কিছু জায়গার রিঅ্যাকশন অনেকের কাছে নেতিবাচক লাগতে পারে।

শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
একটি দৃশ্যে টানা ১৬ মিনিট অভিনয় করেছি। কতটা মনোযোগ আর ডেডিকেশন নিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে! টিজারেই রহস্যের ছায়া পাওয়া গেছে। গল্পটা একবার দেখতে বসলে দর্শক শেষ পর্যন্ত দেখবেন।

প্রায় চার বছর পর আপনার সিনেমা মুক্তি পাচ্ছে। এই বিলম্বের কারণ?
আমার সাত-আটটি সিনেমা সেন্সর হয়ে আছে। মাঝখানে আড়াই বছর করোনার কারণে সব থেমে থাকল। বাকি দেড় বছর সিনেমা রিলিজ হবে হবে করে চলে গেল।

মুক্তির অপেক্ষায় কী আছে?
শামীম আহমেদ রনির ‘নরসুন্দরী’, শাহীন সুমনের ‘গ্যাংস্টার’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘অশ্রুঘর’, শওকত হোসেনের ‘নদীর বুকে চাঁদ’, বদিউল আলম খোকনের ‘দায়মুক্তি’ ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত