Ajker Patrika

চাহিদার চেয়ে আসন কম, দুর্ভোগে যাত্রীরা

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) 
চাহিদার চেয়ে আসন কম, দুর্ভোগে যাত্রীরা

উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ রেলস্টেশন দিনাজপুরের ফুলবাড়ীতে চাহিদার তুলনায় আসন বরাদ্দ কম থাকায় দুর্ভোগে পড়ছেন ট্রেনযাত্রীরা। তাঁরা আসন বাড়ানোর দাবি তুললেও কোচ-সংকটের কারণে তা করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ফুলবাড়ী বাজারের ব্যবসায়ী ছাখোয়াত হোসেন জানান, ব্যবসার কাজে প্রায়ই তাঁদের ঢাকা যাতায়াত করতে হয়। বেশির ভাগ সময় অনলাইনের পাশাপাশি স্টেশনে গিয়েও টিকিট পাওয়া যায় না। এতে সমস্যায় পড়তে হয়।

বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী মাহমুদুল হাসান রুবেল বলেন, অনেক সময় টিকিট না পেয়ে বাধ্য হয়ে কালোবাজারিদের কাছ থেকে দ্বিগুণ দামে তা কিনতে হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুলবাড়ী স্টেশনে বিভিন্ন আন্তনগর ট্রেনের অনলাইনে ও অফলাইনে সর্বোচ্চ ১৫টি করে শোভন শ্রেণির আসন বরাদ্দ রয়েছে। তবে বেশির ভাগ ট্রেনের প্রথম শ্রেণি কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত আসন বরাদ্দ নেই।

ফুলবাড়ীর স্টেশনমাস্টার ইস্রাফিল সরকার জানান, আসন বরাদ্দ কম হওয়ায় টিকিট না পেয়ে অনেক যাত্রীকে ফিরে যেতে হয়। সে কারণে এখানে প্রতিটি ট্রেনের আসনসংখ্যা বাড়ানো প্রয়োজন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন জানান, ফুলবাড়ী স্টেশন দিয়ে পাশের কয়েকটি উপজেলার মানুষও যাতায়াত করেন। এই অঞ্চলে বিদ্যুৎকেন্দ্র, বড়পুকুরিয়া কয়লাখনি ও মধ্যপাড়া কঠিন শিলাখনি রয়েছে। সে কারণে এ স্টেশনে চাহিদা অনুযায়ী প্রতিটি ট্রেনের আসনসংখ্যা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে প্রথম শ্রেণি ও শীতাতপ নিয়ন্ত্রিত কামরার আসন বরাদ্দ দেওয়া প্রয়োজন।

এ বিষয়ে ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন বলেন, ট্রেনের যাত্রীদের দুর্ভোগ কমাতে আসনসংখ্যা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

যোগাযোগ করা হলে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘বর্তমানে অতিরিক্ত কোচ না থাকায় নতুন করে কোচ সংযোজন করা সম্ভব হচ্ছে না। অন্য কোচ এনে সংযোজন করলে সেখানেও সংকট দেখা দেবে। কোচ বাড়ানো ছাড়া কোটা বাড়ানো সম্ভব নয়। ভবিষ্যতে আসনসংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বাবার হাতে খুন হলো নিষ্পাপ দুই শিশু

এলাকার খবর
Loading...