Ajker Patrika

ভর্তি পরীক্ষায় ৪০ শতাংশ অনুপস্থিত

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৯: ৪০
ভর্তি পরীক্ষায় ৪০ শতাংশ অনুপস্থিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে গতকাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩ হাজার ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ হাজার ৯৮০ জন। উপস্থিতির হার ৬০ শতাংশ।

ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন জানান, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে উপস্থিতির হার কিছুটা কম ছিল। উপস্থিতির হার ৬০ শতাংশ।

এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে গতকাল শনিবার সিকৃবি ক্যাম্পাস হয়ে উঠে উৎসবমুখর। দেশের বিভিন্ন স্থান থেকে পরীক্ষার্থী ও অভিভাবকেরা আসেন সিকৃবি ক্যাম্পাসে।

পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। তাঁর সঙ্গে ছিলেন সিকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, ভেটেরিনারি অ্যানিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাত, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌলা, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহ আলমগীর, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মেহেদী হাসান খান প্রমুখ।

এ বছর ৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ৭৬ হাজার ৫৩৯ জন শিক্ষার্থীর আবেদনের পর ৩৪ হাজার ৮৪৬ জন পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা মোট ১২ হাজার ৫০০ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ১৮২ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৩৬৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২ হাজার জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৩০০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার জন পরীক্ষার্থী রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত