Ajker Patrika

চার বছর ধরে নেই স্কুল ভবন পাঠদান ইউপি কার্যালয়ে

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১২: ৩৯
চার বছর ধরে নেই স্কুল ভবন পাঠদান ইউপি কার্যালয়ে

বরগুনার তালতলীতে নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় নিলামে বিক্রি করা হয় ২০১৯ সালে। তার পর থেকে চার বছর ধরে পাশেই ইউনিয়ন পরিষদ ভবনের কয়েকটি কক্ষে চলছে পাঠদান। পরিষদে কোনো কার্যক্রম থাকলে বিদ্যালয় বন্ধ রাখতে হচ্ছে।

জানা গেছে, ২১ নং নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪৩ সালে স্থাপিত। এরপর ১৯৯৩ সালে স্কুলভবন নির্মাণ করা হয়। পরে ২০১৮ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কর্তৃপক্ষ। ২০১৯ সালে নিলামে ভবনটি বিক্রি করা হলে পার্শ্ববর্তী শারিকখালী ইউনিয়ন পরিষদ ভবনে সাময়িক পাঠদান কার্যক্রম শুরু হয়। চার বছর ধরে পাঁচটি শ্রেণির পাঠদান চলছে এই ইউপি ভবনের কক্ষে। বর্তমানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২৬২ শিক্ষার্থীর জায়গা হচ্ছে না। শ্রেণির কিছু ছাত্র-ছাত্রী কক্ষে ও কিছু বারান্দায় বসিয়ে পাঠদান করাতে হচ্ছে। এর আগে গত ২০১৯-২০ অর্থবছরে দেড় লাখ টাকা বরাদ্দ পেলে সেই টাকা দিয়ে ইউপি ভবনের নিচতলায়সহ সাময়িক পাঠদানের জন্য টিনশেড দিয়ে বেড়া দেওয়া হয়। সেখানে পাঠদান শুরু করা হয়। বর্তমানে ইউপি ভবনে পরিষদের কার্যক্রমের কারণে পাঠদানের কোনো পরিবেশ নেই। এমন অবস্থায় শিক্ষার্থীরাসহ অভিভাবকেরা দ্রুত স্কুলভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রুহান, ইমরান ও হাফিজুর বলে, ‘আমাদের বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার ফলাফল খুবই ভালো। কিন্তু ভবন না থাকায় আমাদের অনেক কষ্ট করে পাঠ গ্রহণ করতে হচ্ছে। দ্রুত আমাদের ভবন নির্মাণ করে দেওয়া হোক। তাহলে আমাদের পাঠদান ভালোভাবে হবে।’

একাধিক অভিভাবক বলেন, ‘দ্রুত ভবন নির্মাণ না করলে বৃষ্টির দিনে আমাদের ছেলে-মেয়েদের স্কুলে আসা বন্ধ হয়ে যাবে। তাই স্কুল ভবনটি নির্মাণের দাবি করছি।’

নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘চার বছর আগে আমাদের স্কুলভবন নিলামে বিক্রি করা হয়। এরপর থেকেই ইউনিয়ন ভবনে পাঠদান শুরু করি। এখানে ছাত্র-ছাত্রীদের পাঠদান করাতে খুব কষ্ট হয়। বৃষ্টির দিনে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসা বন্ধ হয়ে যাবে। তাই দ্রুত আমার বিদ্যালয়ের ভবনটি নির্মাণের দাবি করছি।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, ‘বিদ্যালয়টিতে ভবন না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে ঠিকই। তবে একতলা একটি ভবন বরাদ্দ হয়ে আছে। নির্মাণের অপেক্ষায় আছে। ওই স্কুলে যে ছাত্র-ছাত্রী, তবে এই ভবনে হবে না। এ জন্য দুই তলা ভবন বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। আশা করি দ্রুত বরাদ্দ পাওয়া যাবে।’

উপজেলা প্রকৌশলী আহাম্মদ আলী বলেন, ‘ওই স্কুলের ভবনটি অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলেই নির্মাণকাজ শুরু হবে।’

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর বলেন, আমি নতুন যোগদান করেছি। খোঁজখবর নিয়ে দেখব। দ্রুত ভবন নির্মাণের চেষ্টা থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত