Ajker Patrika

সাঁওতাল হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও নাটোর প্রতিনিধি
সাঁওতাল হত্যার বিচার দাবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা ও মহানগর কমিটির আয়োজনে গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে সাঁওতাল জনগোষ্ঠীর শ্যামল হেমব্রম, রমেশ টুডু ও মঙ্গল মার্ডিকে গুলি করে নৃশংসভাবে হত্যা করে পুলিশ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকদের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু এখনো এ ঘটনার বিচার পাননি সাঁওতালেরা। এটা দুঃখজনক।

এ হত্যার ক্ষতিপূরণসহ সাহেবগঞ্জ-বাগদাফার্মের সাঁওতাল-বাঙালিদের জমি ফেরত দেওয়ার দাবি জানান বক্তারা। এ ছাড়া দোষী পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার দাবিও জানানো হয় মানববন্ধন থেকে।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি তরুণ মুন্ডা, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায় প্রমুখ।

এদিকে, তিন সাঁওতাল হত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে গতকাল রোববার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদের জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক কালিদাস রায়, যুগ্ম সাধারণ সম্পাদক যাদু কুমার দাস, সদর উপজেলা সভাপতি বাবুল মুন্ডা, সাধারণ সম্পাদক শ্যামলার তেলী, আদিবাসী নেতা শংকর বাগদী, হেমন্ত পাহান, সত্যেন বাগদী, মাধাই মুন্ডা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ছয় বছরেও তিন সাঁওতাল হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণ হয়নি। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের বাপ-দাদার জমি অতি দ্রুত ফিরিয়ে দেওয়াসহ তিন সাঁওতাল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবি করেন বক্তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত