Ajker Patrika

রংপুরে আবারও সেরা করদাতা জাহিদুল

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১: ০৮
রংপুরে আবারও সেরা করদাতা জাহিদুল

রংপুর জেলায় আবারও সেরা করদাতার সম্মাননা পেয়েছেন জাহিদুল ইসলাম রুবেল। গতকাল বুধবার রংপুর আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সর্বোচ্চ করদাতা শ্রেণিতে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে রংপুর কর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এতে বক্তব্য দেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি (উপমহাপরিদর্শক) দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহামুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তালেব মো. মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জানান, ২০০৮ সাল থেকে দেশে সেরা করদাতা কার্যক্রম শুরু হয়। তখন থেকেই কর মেলার মাধ্যমে করদাতাদের উৎসাহিত করে কর আদায় করা হচ্ছে।

এবার রংপুর বিভাগের গাইবান্ধা ব্যতীত সাত জেলার ৫৬ জনকে সেরা করদাতার সম্মাননা দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় তিনটি স্তরে করদাতা নির্ধারণ করা হয়েছে। স্তরগুলো হলো দীর্ঘদিন ধরে করদাতা, সর্বোচ্চ করদাতা এবং ৪০ বছরের নিচের করদাতা।

পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেল রংপুর জেলার প্রথম শ্রেণির ঠিকাদার। তিনি ২০১৮ সালেও জেলায় শ্রেষ্ঠ করদাতা হিসেবে পদক পান।

রুবেল করোনাভাইরাস সংক্রমণের সময় ব্যক্তিগত তহবিল থেকে সাড়ে ৫ হাজার মানুষের মধ্যে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ ছাড়া ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পীরগঞ্জের প্রায় ১০০ মসজিদে প্রায় ৭৫ হাজার মাস্ক এবং ওষুধ ও নগদ টাকা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত