Ajker Patrika

সুয়ারেজ-মার্সেলোদের কেনার কেউ নেই

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১০: ২৩
সুয়ারেজ-মার্সেলোদের কেনার কেউ নেই

একটা সময় ছিল, যখন তাঁদের কিনতে ক্লাবগুলো লাইন দিয়ে দাঁড়াত। সেই লুইস সুয়ারেজ-মার্সেলো-এদিনসন কাভানিদের কিনতে এখন যেন কাউকেই পাওয়া যাচ্ছে না। গত মৌসুম শেষেই ‘বেকার’ হয়ে পড়েছেন বেশ কজন ত্রিশোর্ধ্ব শীর্ষ তারকা। বয়স ও ছন্দ মিলিয়ে যাঁরা ইতিমধ্যে নিজেদের সেরা সময় পেছনে ফেলে এসেছেন। যে কারণে এখন পছন্দের ক্লাব খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে তাঁদের।

সুয়ারেজ নিজের সময়ের অন্যতম সেরা স্ট্রাইকারদের একজন। বার্সেলোনার সোনালি সময়ের অন্যতম সারথি তিনি। ২০২০ সালে মনঃকষ্ট নিয়ে বার্সা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন তিনি। মাদ্রিদে গিয়ে আতলেতিকোকে শিরোপাও জিততে সহায়তাও করেন। তবে গত মৌসুম শেষে চোখের জলে আতলেতিকোকে বিদায় জানান এই উরুগুইয়ান তারকা। এর পর থেকে নতুন ক্লাবের সন্ধানে আছেন সুয়ারেজ। শেষ পর্যন্ত স্বদেশি ক্লাব নাসিওনালে ফেরা প্রায় নিশ্চিত বলেই জানা গেছে।

মার্সেলো রিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাধারী খেলোয়াড়। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতার পর রিয়ালের সঙ্গে সম্পর্কের ইতি টানেন ব্রাজিলিয়ান তারকা। একসময় ইউরোপীয় ক্লাব মাতানো ৩৪ বছর বয়সী এই তারকা একই প্রেক্ষাপট এদিনসন কাভানিরও। তবে ম্যানইউর সঙ্গে সম্পর্ক শেষ করে তাঁর ভিয়ারিয়ালে যাওয়ার কথা শোনা যাচ্ছে। একইভাবে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে হুয়ান মাতা, ড্রেইস মের্টেন্স, ইসকো ও সেস ফেব্রেগাসের।

ম্যানইউর অনুশীলনে রোনালদো
অবশেষে রোনালদোকে দেখা গেছে ম্যানচেস্টার ইউনাইডের অনুশীলনে। সেখানে এসেছিলেন কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন ও এজেন্ট হোর্হে মেন্দেসও। সামনের কয়েক দিনে হয়তো রোনালদোকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই আসতে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত