Ajker Patrika

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের শ্রমিকদের বিক্ষোভ

উত্তরা প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১: ৫৮
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের শ্রমিকদের বিক্ষোভ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণশ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। শতাধিক শ্রমিক বিক্ষোভের একপর্যায়ে থার্ড টার্মিনালের ভেতরের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে থার্ড টার্মিনালের সীমানাপ্রাচীর (বর্তমান ভিভিআইপি টার্মিনালের সামনে) এবং থার্ড টার্মিনালে যাওয়ার রাস্তার ওপর অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ করেন।

তৃতীয় টার্মিনালের নির্মাণশ্রমিকদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা কেটে নেওয়া, নিম্নমানের খাবার দেওয়া, সময়মতো বেতন না দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কনকর্ড গ্রুপের শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। পরবর্তী সময়ে বৃহস্পতিবার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের সীমানাপ্রাচীর এবং থার্ড টার্মিনালের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন তাঁরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত আন্দোলন করেন দিনের শিফটের শ্রমিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত