Ajker Patrika

বগুড়ায় পৃথক অভিযানে আটক ৫ জন

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ২০
বগুড়ায় পৃথক অভিযানে আটক ৫  জন

বগুড়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা, বিদেশি মদ ও বিয়ারসহ পাঁচজনকে আটক করছে র‍্যাব। গতকাল শুক্রবার দুপুরে বগুড়া র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ও সন্ধ্যা ৭টার দিকে বগুড়া সদর উপজেলা থেকে তাঁদের আটক করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের ঢাকা-রংপুর মহাসড়কের তেলিপুকুর এলাকা এক বোতল বিদেশি মদ, দুটি বিয়ারক্যানসহ চারজনকে আটক করা হয়। ওই সময় তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটক চারজন হলেন- সদরের চকসূত্রাপুর জহুরুলনগর এলাকার বাসিন্দা ৫৩ বছর বয়সী আব্দুল গনি, মালগ্রাম উত্তরপাড়া এলাকার বাসিন্দা ৫২ বছর বয়সী আব্দুস সামাদ, শাজাহানপুর উপজেলার বয়রাদিঘী নতুন পাড়া গ্রামের বাসিন্দা ২১ বছর বয়সী শাকিল আহম্মেদ ও নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের বাসিন্দা ৪১ বছর বয়সী রাশেদ বাবু।

রাতে আরেক অভিযানে ২৯৫টি ইয়াবাসহ ২৮ বছর বয়সী রাসেল প্রামাণিক নামের এক যুবককে আটক করা হয়। তাঁকে সদরের দক্ষিণ গোদারপাড়া এলাকা থেকে ইয়াবাসহ আটক করা হয়। তিনি সদরের ছোট কুমিড়া এলাকার বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করে বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের মাদক বিরোধী অভিযান কার্যক্রম চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত