কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
বিদ্যালয়ের টিফিনের ফাঁকে অথবা খেলা শেষে অনেক শিক্ষার্থীর বিশ্রাম নেওয়ার অন্যতম স্থান হলো শতবর্ষী মেহগনি গাছের ছায়া। আবার স্থানীয় অনেকে আসেন গাছের নিচে বসে আড্ডা দিতে। বিভিন্ন সভা-সমাবেশের মঞ্চও করা হয় এই গাছের নিচে। মেহগনি গাছটির অবস্থান লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আর এম এম পি সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে।
১৮৬৭ সালে তুষভান্ডার ওই উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও গাছটির বয়স কত এর সঠিক হিসেব কারও জানা নেই। তবে স্কুলটি প্রতিষ্ঠার আগে কিংবা পরপরই গাছটি তুষভান্ডার জমিদার পরিবারের কেউ রোপণ করেছিলেন বলে ধারণা করছেন এ স্কুলের প্রবীণ শিক্ষক-শিক্ষার্থীদের।
স্থানীয়রা জানান, মেহগনি গাছের নিচে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদসহ প্রমুখ নেতা। এখান থেকেই বিভিন্ন আন্দোলনে, মিছিল, মিটিং শেষে গা জিরিয়ে নেওয়া, স্কাউটদের প্রশিক্ষণ, বড় বড় রাজনৈতিক দলের সভা-সমাবেশ হয়। টিফিনের ফাঁকে, খেলার শেষে সহপাঠী, বন্ধুদের সঙ্গে আড্ডা চলত এই গাছের নিচে। অনেকেই গাছের নিচে বসে পড়েন গল্পের বই নিয়ে পড়তে।
বিদ্যালয়টির সাবেক শিক্ষক অশোক কুমার ভট্টাচার্য জানান, তিনি জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালে এই বিদ্যালয় থেকে ১৯৬১ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং ১৯৬৫ সাল থেকে এই বিদ্যালয়েই শিক্ষকতা শুরু করেন। তিনি ওই সময় থেকেই দেখে আসছেন এই খেলার মাঠে তিনিটি বড় বড় গাছ ছিল। ১৯৮৩ সালে বজ্রপাতে একটি গাছ পুড়ে গেলে ওই সময় ওই গাছের সঙ্গে আরও একটি গাছ বিক্রি করা হয়।
কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল বলেন, ‘গাছটি আমাদের এলাকার সম্পদ। এ ধরনের শতবর্ষী বৃক্ষ আমাদের ঐতিহ্যের অংশ। গাছগুলো আবহমানকাল থেকে আমাদের সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ হিসেবে মনা করা হয়। আমরা চাই বন বিভাগ গাছটির সার্বক্ষণিক দেখভাল করুক। গাছটি আরও দীর্ঘ সময় মানুষের মাঝে ছায়া দিয়ে আসুক।’
কালীগঞ্জ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের মেহগনি গাছ এখন দেখতে পাওয়া যায় না। এটা সংরক্ষণ-রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সবার।’
বিদ্যালয়ের টিফিনের ফাঁকে অথবা খেলা শেষে অনেক শিক্ষার্থীর বিশ্রাম নেওয়ার অন্যতম স্থান হলো শতবর্ষী মেহগনি গাছের ছায়া। আবার স্থানীয় অনেকে আসেন গাছের নিচে বসে আড্ডা দিতে। বিভিন্ন সভা-সমাবেশের মঞ্চও করা হয় এই গাছের নিচে। মেহগনি গাছটির অবস্থান লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আর এম এম পি সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে।
১৮৬৭ সালে তুষভান্ডার ওই উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও গাছটির বয়স কত এর সঠিক হিসেব কারও জানা নেই। তবে স্কুলটি প্রতিষ্ঠার আগে কিংবা পরপরই গাছটি তুষভান্ডার জমিদার পরিবারের কেউ রোপণ করেছিলেন বলে ধারণা করছেন এ স্কুলের প্রবীণ শিক্ষক-শিক্ষার্থীদের।
স্থানীয়রা জানান, মেহগনি গাছের নিচে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদসহ প্রমুখ নেতা। এখান থেকেই বিভিন্ন আন্দোলনে, মিছিল, মিটিং শেষে গা জিরিয়ে নেওয়া, স্কাউটদের প্রশিক্ষণ, বড় বড় রাজনৈতিক দলের সভা-সমাবেশ হয়। টিফিনের ফাঁকে, খেলার শেষে সহপাঠী, বন্ধুদের সঙ্গে আড্ডা চলত এই গাছের নিচে। অনেকেই গাছের নিচে বসে পড়েন গল্পের বই নিয়ে পড়তে।
বিদ্যালয়টির সাবেক শিক্ষক অশোক কুমার ভট্টাচার্য জানান, তিনি জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালে এই বিদ্যালয় থেকে ১৯৬১ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং ১৯৬৫ সাল থেকে এই বিদ্যালয়েই শিক্ষকতা শুরু করেন। তিনি ওই সময় থেকেই দেখে আসছেন এই খেলার মাঠে তিনিটি বড় বড় গাছ ছিল। ১৯৮৩ সালে বজ্রপাতে একটি গাছ পুড়ে গেলে ওই সময় ওই গাছের সঙ্গে আরও একটি গাছ বিক্রি করা হয়।
কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল বলেন, ‘গাছটি আমাদের এলাকার সম্পদ। এ ধরনের শতবর্ষী বৃক্ষ আমাদের ঐতিহ্যের অংশ। গাছগুলো আবহমানকাল থেকে আমাদের সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ হিসেবে মনা করা হয়। আমরা চাই বন বিভাগ গাছটির সার্বক্ষণিক দেখভাল করুক। গাছটি আরও দীর্ঘ সময় মানুষের মাঝে ছায়া দিয়ে আসুক।’
কালীগঞ্জ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের মেহগনি গাছ এখন দেখতে পাওয়া যায় না। এটা সংরক্ষণ-রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সবার।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪