Ajker Patrika

৬ দিন পার হলেও গ্রেপ্তার হয়নি আসামি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১০: ৩৯
৬ দিন পার হলেও গ্রেপ্তার হয়নি আসামি

খাগড়াছড়ির রামগড়ে পরকীয়ার জেরে স্ত্রী ও কন্যাশিশুকে হত্যার ৬ দিন পার হলেও গ্রেপ্তার হননি আসামি (স্বামী) মোহাম্মদ সোলেমান।

জানা গেছে, রামগড়ের পাতাছড়া ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সোলেমান। গত সোমবার তাঁর স্ত্রী পিংকি আক্তার (২৫) ও ৪ মাসের কন্যাশিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর পিংকি আক্তারের বাবা বাদী হয়ে জামাতা মোহাম্মদ সোলেমানকে আসামি করে রামগড় থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকে মোহাম্মদ সোলেমান পলাতক রয়েছেন।

পিংকি আক্তারের ভাই ইমরান হোসেন সুজন বলেন, ‘দুলাভাই পরকীয়ায় জড়িত ছিলেন। এ নিয়ে বোনের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। গত বৃহস্পতিবার দুলাভাই চার বছর বয়সী বড় মেয়েকে নোয়াখালীতে এক আত্মীয়ের বাড়ি রেখে আসেন। কয়েক দিন ধরে বোনের খবর না পেয়ে তাঁদের বাড়ি আসি। তখন ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের খবর দেওয়া হয়। তালা ভেঙে ঘরে ঢুকে দুজনের গলাকাটা লাশ কম্বলে প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।’

পিংকির বাবা আব্দুল খালেক দুলাল বলেন, ‘এমন নিষ্ঠুরতার নজির আর নাই। মাকে হারিয়ে আমার ৪ বছরের নাতি বারবার মূর্ছা যাচ্ছে। তার আহাজারিতে আমাদের মন ভারী হয়ে উঠেছে।’

পাতাছড়া ইউপির চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর বলেন, ‘হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামন জানান, ‘আসামিকে গ্রেপ্তারের সব রকমের চেষ্টা চলছে। দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত