আজকের পত্রিকা ডেস্ক
মহান মুক্তিযুদ্ধের শেষ মুহূর্তে মুক্তি বাহিনীর বিজয় সুনিশ্চিত জেনে বুদ্ধিজীবী হত্যার মিশনে নামে পাকিস্তানি হানাদার ও তাদের দোসরেরা। একাত্তর সালের ১৪ ডিসেম্বর দেশের স্বনামধন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। বাঙালি জাতির অপূরণীয় ক্ষতি হয় এই দিনে। গতকাল মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবসে নানা আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
শরীয়তপুর: গভীর শ্রদ্ধায় শরীয়তপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল দিবসটির প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়। এর আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান প্রমুখ। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পারভেজ হাসান।
নড়িয়া: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নড়িয়ায়ও মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, নড়িয়া পৌরসভা মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।
গোসাইরহাট: মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে গোসাইরহাট ইউএনওর কার্যালয়ে এক আলোচনা সভা হয়। ইউএনও আলমগীর হুসাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
ভোলা: বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা পুলিশ মঙ্গলবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
লালমোহন: মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা হয়। ইউএনও পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, বীর মুক্তিযোদ্ধা শাহজান মিয়া।
মাদারীপুর: যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। গতকাল দিবসের প্রথম প্রহরে এ. আর. হাওলাদার জুট মিল মাঠে গণকবরে মোমবাতি প্রজ্বালন করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। এ ছাড়া শিবচর উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা হয়। রাজৈর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও রাজৈর সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে আলোচনা সভা হয়।
কাঠালিয়া (ঝালকাঠি) : কাঠালিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার তালতলা বধ্যভূমির স্মৃতিফলকে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির।
মহান মুক্তিযুদ্ধের শেষ মুহূর্তে মুক্তি বাহিনীর বিজয় সুনিশ্চিত জেনে বুদ্ধিজীবী হত্যার মিশনে নামে পাকিস্তানি হানাদার ও তাদের দোসরেরা। একাত্তর সালের ১৪ ডিসেম্বর দেশের স্বনামধন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। বাঙালি জাতির অপূরণীয় ক্ষতি হয় এই দিনে। গতকাল মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবসে নানা আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
শরীয়তপুর: গভীর শ্রদ্ধায় শরীয়তপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল দিবসটির প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়। এর আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান প্রমুখ। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পারভেজ হাসান।
নড়িয়া: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নড়িয়ায়ও মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, নড়িয়া পৌরসভা মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।
গোসাইরহাট: মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে গোসাইরহাট ইউএনওর কার্যালয়ে এক আলোচনা সভা হয়। ইউএনও আলমগীর হুসাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
ভোলা: বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা পুলিশ মঙ্গলবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
লালমোহন: মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা হয়। ইউএনও পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, বীর মুক্তিযোদ্ধা শাহজান মিয়া।
মাদারীপুর: যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। গতকাল দিবসের প্রথম প্রহরে এ. আর. হাওলাদার জুট মিল মাঠে গণকবরে মোমবাতি প্রজ্বালন করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। এ ছাড়া শিবচর উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা হয়। রাজৈর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও রাজৈর সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে আলোচনা সভা হয়।
কাঠালিয়া (ঝালকাঠি) : কাঠালিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার তালতলা বধ্যভূমির স্মৃতিফলকে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪