নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে যে ম্যাচটা সহজে জেতার কথা ছিল, মিডল অর্ডারের ব্যর্থতায় সেটাই কঠিন করে জিতেছে বাংলাদেশ। ১২৮ রানে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ের পর ৮ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের মাথাব্যথার কারণ ছিল এই মিডল অর্ডার। তবে এটা নিয়ে ভাবছেন না রাসেল ডমিঙ্গো। শিষ্যদের কাঁধে আস্থার হাত রাখছেন বাংলাদেশ কোচ। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘সাকিব-মুশফিক-রিয়াদের মতো আমাদের অভিজ্ঞ খেলোয়াড় আছে। মিডল অর্ডারে আফিফের মতো ডায়নামিক একজন খেলোয়াড় থাকাও দারুণ ব্যাপার। এই মুহূর্তে মিডল অর্ডার নিয়ে আমার চিন্তা নেই। (২০২৩) বিশ্বকাপে সমস্যায় পড়ার চেয়ে এখন পড়াই ভালো।’
মিডল অর্ডারে সবচেয়ে বেশি চিন্তার জায়গা মাহমুদউল্লাহকে নিয়ে। অনেক দিন হলো নিজের সেরা ছন্দে নেই তিনি। প্রথম ওয়ানডেতে ৩৫ বলে ১৪ রান করেছেন মাহমুদউল্লাহ। তবে উইকেটে তাঁকে একেবারেই স্বচ্ছন্দে থাকতে দেখা যায়নি। শট খেলার চেষ্টাই তিনি করেননি। বরং উইকেটে টিকে থাকায় প্রাধান্য দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত এই কৌশল কাজে আসেনি। তাঁর আউটের পর আরও চাপে পড়ে বাংলাদেশ।
গতকাল অনুশীলনে মাহমুদউল্লাহকে নিয়ে আলাদা কাজ করেছেন ডমিঙ্গো। অনুশীলন নিয়ে বাংলাদেশ কোচ বললেন, ‘ইনটেনসিটি নিয়ে কাজ করছিলাম। প্রথম ম্যাচে সে রান না করে টিকে থাকার চেষ্টা করছিল। সে কারণেই লেগ স্টাম্প হাফ ভলি মারতে গিয়ে আউট হয়ে ফেরে। যদি রান করার চেষ্টা করত, তাহলে সে ওই বলটা থেকে দুই কিংবা চার নিতে পারত। আজ (কাল) সেটা নিয়েই কাজ করছিলাম।’
২০১৯ বিশ্বকাপের পর থেকে ৩১ ম্যাচ মাহমুদউল্লাহর রান ৮০৬ রান, গড় ৪০.৩০। স্ট্রাইকরেট ৭৪.০৮। স্ট্রাইকরেট খুব একটা উজ্জ্বল না হলেও কোচ তাঁর অভিজ্ঞ ক্রিকেটারের ওপর আস্থা রাখছেন, ‘আমি এখনো বাংলাদেশকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে মাহমুদউল্লাহর সামর্থ্যে আস্থা রাখছি।’ মাহমুদউল্লাহর ফর্ম নিয়ে আলোচনায় নিয়েও চিন্তিত নন ডমিঙ্গো, ‘(গত জুলাইয়ে) জিম্বাবুয়েতে ৮০ রানের ইনিংস ছিল। তার ব্যাটিং-সামর্থ্যে আমার আস্থা আছে।’
কোচের ভরসার হাত থাকছে আলোচনায় থাকা নাজমুল হোসেন শান্তর কাঁধেও। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন এই টপ অর্ডার ব্যাটার। তামিম ইকবাল চোটে না পড়লে অবশ্য একাদশে সুযোগ পাওয়া কঠিন হতো তাঁর। তবে প্রথম সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি। দীপক চাহারের প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছেন। যদিও তিন সংস্করণেই শান্ত সুযোগের সদ্ব্যবহার কতটা করতে পেরেছেন, সেই প্রশ্ন নিয়মিতই উঠছে। শান্তকে একাদশে রাখা নিয়ে বাংলাদেশ কোচের ব্যাখ্যাটা এ রকম, ‘ওপেনিংয়ে আমি ডানহাতি-বাঁহাতি খেলাতে পছন্দ করি। সে (শান্ত) সাদা বলের ক্রিকেটে ভালো করার উপায় খুঁজছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দুটো ফিফটি আছে।’
এখনো পর্যন্ত ১৪ ওয়ানডে খেলেছেন শান্ত। তাঁর ব্যাটিং গড় মাত্র ১৩.৫০। স্ট্রাইক রেট ৬০.৯৬। শান্ত প্রসঙ্গে স্বদেশি কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের উদাহরণ টেনে ডমিঙ্গো বলেছেন, ‘প্রথম ১২ টেস্টে জ্যাক ক্যালিসের গড় মাত্র ১২। সে নিজেকে সেরাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শান্তর আরও ধারাবাহিক ভালো করা উচিত।’
শান্ত নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন কোচের এই মন্তব্যে। এখন বাঁহাতি টপঅর্ডার ব্যাটারকে দিতে হবে আস্থার প্রতিদান। একই সঙ্গে জ্বলে উঠতে হবে বাকিদেরও।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে যে ম্যাচটা সহজে জেতার কথা ছিল, মিডল অর্ডারের ব্যর্থতায় সেটাই কঠিন করে জিতেছে বাংলাদেশ। ১২৮ রানে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ের পর ৮ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের মাথাব্যথার কারণ ছিল এই মিডল অর্ডার। তবে এটা নিয়ে ভাবছেন না রাসেল ডমিঙ্গো। শিষ্যদের কাঁধে আস্থার হাত রাখছেন বাংলাদেশ কোচ। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘সাকিব-মুশফিক-রিয়াদের মতো আমাদের অভিজ্ঞ খেলোয়াড় আছে। মিডল অর্ডারে আফিফের মতো ডায়নামিক একজন খেলোয়াড় থাকাও দারুণ ব্যাপার। এই মুহূর্তে মিডল অর্ডার নিয়ে আমার চিন্তা নেই। (২০২৩) বিশ্বকাপে সমস্যায় পড়ার চেয়ে এখন পড়াই ভালো।’
মিডল অর্ডারে সবচেয়ে বেশি চিন্তার জায়গা মাহমুদউল্লাহকে নিয়ে। অনেক দিন হলো নিজের সেরা ছন্দে নেই তিনি। প্রথম ওয়ানডেতে ৩৫ বলে ১৪ রান করেছেন মাহমুদউল্লাহ। তবে উইকেটে তাঁকে একেবারেই স্বচ্ছন্দে থাকতে দেখা যায়নি। শট খেলার চেষ্টাই তিনি করেননি। বরং উইকেটে টিকে থাকায় প্রাধান্য দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত এই কৌশল কাজে আসেনি। তাঁর আউটের পর আরও চাপে পড়ে বাংলাদেশ।
গতকাল অনুশীলনে মাহমুদউল্লাহকে নিয়ে আলাদা কাজ করেছেন ডমিঙ্গো। অনুশীলন নিয়ে বাংলাদেশ কোচ বললেন, ‘ইনটেনসিটি নিয়ে কাজ করছিলাম। প্রথম ম্যাচে সে রান না করে টিকে থাকার চেষ্টা করছিল। সে কারণেই লেগ স্টাম্প হাফ ভলি মারতে গিয়ে আউট হয়ে ফেরে। যদি রান করার চেষ্টা করত, তাহলে সে ওই বলটা থেকে দুই কিংবা চার নিতে পারত। আজ (কাল) সেটা নিয়েই কাজ করছিলাম।’
২০১৯ বিশ্বকাপের পর থেকে ৩১ ম্যাচ মাহমুদউল্লাহর রান ৮০৬ রান, গড় ৪০.৩০। স্ট্রাইকরেট ৭৪.০৮। স্ট্রাইকরেট খুব একটা উজ্জ্বল না হলেও কোচ তাঁর অভিজ্ঞ ক্রিকেটারের ওপর আস্থা রাখছেন, ‘আমি এখনো বাংলাদেশকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে মাহমুদউল্লাহর সামর্থ্যে আস্থা রাখছি।’ মাহমুদউল্লাহর ফর্ম নিয়ে আলোচনায় নিয়েও চিন্তিত নন ডমিঙ্গো, ‘(গত জুলাইয়ে) জিম্বাবুয়েতে ৮০ রানের ইনিংস ছিল। তার ব্যাটিং-সামর্থ্যে আমার আস্থা আছে।’
কোচের ভরসার হাত থাকছে আলোচনায় থাকা নাজমুল হোসেন শান্তর কাঁধেও। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন এই টপ অর্ডার ব্যাটার। তামিম ইকবাল চোটে না পড়লে অবশ্য একাদশে সুযোগ পাওয়া কঠিন হতো তাঁর। তবে প্রথম সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি। দীপক চাহারের প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছেন। যদিও তিন সংস্করণেই শান্ত সুযোগের সদ্ব্যবহার কতটা করতে পেরেছেন, সেই প্রশ্ন নিয়মিতই উঠছে। শান্তকে একাদশে রাখা নিয়ে বাংলাদেশ কোচের ব্যাখ্যাটা এ রকম, ‘ওপেনিংয়ে আমি ডানহাতি-বাঁহাতি খেলাতে পছন্দ করি। সে (শান্ত) সাদা বলের ক্রিকেটে ভালো করার উপায় খুঁজছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দুটো ফিফটি আছে।’
এখনো পর্যন্ত ১৪ ওয়ানডে খেলেছেন শান্ত। তাঁর ব্যাটিং গড় মাত্র ১৩.৫০। স্ট্রাইক রেট ৬০.৯৬। শান্ত প্রসঙ্গে স্বদেশি কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের উদাহরণ টেনে ডমিঙ্গো বলেছেন, ‘প্রথম ১২ টেস্টে জ্যাক ক্যালিসের গড় মাত্র ১২। সে নিজেকে সেরাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শান্তর আরও ধারাবাহিক ভালো করা উচিত।’
শান্ত নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন কোচের এই মন্তব্যে। এখন বাঁহাতি টপঅর্ডার ব্যাটারকে দিতে হবে আস্থার প্রতিদান। একই সঙ্গে জ্বলে উঠতে হবে বাকিদেরও।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫