Ajker Patrika

ফের বন্ধ টিকার নিবন্ধন

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৩: ১৯
ফের বন্ধ টিকার নিবন্ধন

যশোরের মনিরামপুরে আবারও করোনার টিকার নিবন্ধন বন্ধ রয়েছে। গত মঙ্গলবার থেকে সরকারের সুরক্ষা অ্যাপে ঢুকে টিকার নিবন্ধন করতে ভোগান্তির শিকার হচ্ছেন টিকা নিতে ইচ্ছুক মানুষেরা।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন ধরে সঠিকভাবে সব তথ্য দিয়ে চেষ্টা করা হলেও নিবন্ধন নিচ্ছে না। কেন্দ্র পূর্ণ লেখা দেখাচ্ছে। অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রের নাম উল্লেখ করতে বলা হচ্ছে।

বিষয়টি মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাসেরও নজরে এসেছে বলে তিনি জানিয়েছেন। ডা. তন্ময় বিশ্বাস বলেন, ‘টিকার নিবন্ধন বন্ধ থাকার বিষয়টি বুধবার দিবাগত রাতে জানতে পেরে সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। টিকার নিবন্ধনের বিষয়টি ঢাকা থেকে নিয়ন্ত্রিত হয়। সেখানে যোগাযোগ করে দ্রুত এ সমস্যা সমাধান করা হবে।’

জানা গেছে, করোনার টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে ঢুকে সব তথ্য দেওয়ার পরও নিবন্ধন সম্পন্ন হচ্ছে না। সব তথ্য দিয়ে ‘সাবমিট’ বাটনে চাপ দিলে নিবন্ধন সাপোর্ট করছে না লেখা দেখাচ্ছে। অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কেন্দ্র উল্লেখ করতে বলা হচ্ছে।

গত কয়েক মাস আগেও সপ্তাহখানেক এ উপজেলায় টিকার নিবন্ধন বন্ধ ছিল। সে সময় অনেকেই নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হন। পরে আবার স্বাভাবিক হয়।

উপজেলার মাহমুদকাটি গ্রামের রাসেল হোসেন নামে এক যুবক বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে আমার নিজের জন্য টিকার নিবন্ধনের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। সব তথ্য দেওয়ার পর কেন্দ্র পূর্ণ দেখাচ্ছে।’

মনিরামপুর বাজারের তাজাম্মুল হোসেন নামে এক কম্পিউটার অপারেটর বলেন, ‘তিন দিন ধরে করোনা টিকার নিবন্ধনের কাজ করতে পারছি না। কেন্দ্র পূর্ণ দেখিয়ে অন্য কেন্দ্র উল্লেখ করতে বলা হচ্ছে। কিন্তু মনিরামপুরের মানুষ কীভাবে অন্য উপজেলাকে কেন্দ্র হিসেবে নির্বাচন করবেন।’

এদিকে মনিরামপুরে এখনো ১ লাখ ১১ হাজারের বেশি মানুষ করোনা টিকার বাইরে রয়েছেন। গ্রাম পর্যায়ে টিকা নিয়েও মানুষকে তাতে আগ্রহী করা যাচ্ছে না। তাঁদের টিকার আওতায় আনতে নানামুখী তৎপরতা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষসহ স্থানীয় প্রশাসন।

গত বুধবার উপজেলার সব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সচিব ও ইউনিয়ন পরিষদের সদস্যসহ মসজিদের ইমামদের নিয়ে টিকা সংক্রান্ত করণীয় সভা হয়েছে। সেখানে টিকায় মানুষকে আগ্রহী করতে মসজিদে ঘোষণা দিতে ইমামদের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া বাড়ি বাড়ি খোঁজ নিয়ে কারা এখনো টিকার বাইরে রয়েছে তাঁদের তথ্য পরিষদে জমা দিতে বলা হয়েছে গ্রাম পুলিশদের।

এদিকে করোনার টিকা শতভাগ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রের পাশাপাশি সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার গ্রাম পর্যায়ে সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কেন্দ্রে ৩০০ করে টিকা নিয়ে হাজির হচ্ছেন স্বাস্থ্য সহকারীরা। ব্যাপক হারে প্রচারণা না থাকায় টিকা নিতে মানুষ সেখানে ভিড়ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় ১২ বছরের ঊর্ধ্বের ৩ লাখ ৮৫ হাজার ৬৫২ জনকে করোনা টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৩৮৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৯৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত