Ajker Patrika

যুবলীগ নেতার খুনিদের শাস্তি দাবি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭: ১৫
যুবলীগ নেতার খুনিদের শাস্তি দাবি

নড়াইলের লোহাগড়া উপজেলার যুবলীগ নেতা নিহত পলাশ মাহমুদের (৩০) খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। পরিবারের দাবি পলাশ হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য পরিবারের লোকজনদের হুমকি দিচ্ছে।

গত শনিবার বিকেল ৫টায় উপজেলার চরমল্লিকপুর গ্রামে নিহতের বাসভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত যুবলীগ নেতা পলাশ মাহমুদের স্ত্রী মোছা. জেরিন আক্তার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মামলা তুলে না নিলে মামলার আসামিরা তাঁর এক মাস বয়সী শিশু সন্তান ও নিহত পলাশের ভাই পিয়াস মাহমুদকে হত্যা করা হবে বলে বিভিন্ন কায়দায় হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। তিনি পলাশ হত্যা মামলার সকল আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, গত সোমবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চরমল্লিকপুর গ্রামের যুবলীগ নেতা পলাশ মাহমুদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাহিদুর রহমান, শরিফুল, রাশেদসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮ -১০ জনকে আসামি করে নিহতের মা পলি বেগম বাদী হয়ে গত শুক্রবার লোহাগড়া থানায় একটি মামলা করেছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মিলন জানান, মামলার এজাহারভুক্ত আসামিরা পলাতক রয়েছে, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

জুবায়েদ হত্যার নেপথ্যে ‘প্রেমের সম্পর্ক’, সিসিটিভির ফুটেজ দেখে আটক ৩

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, আড়াল করতে সাউন্ডবক্সে চলে গান

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

এলাকার খবর
Loading...