Ajker Patrika

সরাইলে গাঁজাসহ আটক ৩

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ৫৩
সরাইলে গাঁজাসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌপুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের আটক করা করে। উপজেলার রাজাপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর পাড় থেকে ১২ কেজি গাঁজাসহ তাঁদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন-হবিগঞ্জের বানিয়াচং থানার যাত্রাপাশা গ্রামের আজরাফ আলী (৫০), মো. এরশাদ এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরকাটারীর আজহার ভুইয়া।

পুলিশ জানায়, রাজাপুর মেঘনা নদীর পাড়ে তিন টেকের মাথা এলাকায় গাঁজা নিয়ে মেঘনা নদী পাড় হতে নৌকার জন্য অপেক্ষা করছিলেন আটক ব্যক্তিরা। পাচারের উদ্দেশ্যে তাঁরা গাঁজাগুলো বহন করে নিয়ে যাচ্ছিল। পরে সোর্সের মাধ্যমে খবর পেয়ে তাদের আটক করা হয়।

সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, ‘এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত