Ajker Patrika

টাকা ছাড়াই ঈদপোশাক

মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া)
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৩: ০২
Thumbnail image

দোকানে পণ্যের পসরা সাজানো। রয়েছেন কয়েকজন বিক্রয়কর্মীও। ছোট থেকে বয়োজ্যেষ্ঠরা আসছেন, ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছেন পছন্দের পোশাক। তবে একজন শুধুমাত্র একটি পোশাক নিতে পারেন এ দোকান থেকে। এতে লাগে না কোনো টাকা।

ব্যতিক্রমী এ দোকান বসেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গণ মোড় সংলগ্ন কৃষি ব্যাংকের নিচে। ঈদে নতুন পোশাক কিনতে অক্ষম মানুষকে আনন্দ দিতে এবং সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী এ দোকান দিয়েছেন তরুণ ব্যবসায়ী ও সমাজকর্মী শাকিল আহমেদ তিয়াস। তিনি কুমারখালী ইয়াং কালেকশন, আর এন ফার্নিচার ও রাফা পাঞ্জাবি গার্মেন্টসের স্বত্বাধিকারী।

গতকাল বুধবার দুপুরে গণ মোড় এলাকার ব্যতিক্রমী এ দোকানে গিয়ে দেখা যায়, দোকানে শিশু থেকে সব বয়সী পুরুষের জন্য নতুন জামা, গেঞ্জি, পাঞ্জাবি ও পাদুকাসহ বিভিন্ন রকম পোশাক সাজানো। শিশু থেকে সব বয়সী মানুষের বেশ ভিড় রয়েছে। ঘুরে ঘুরে পছন্দ করছেন পোশাক। বিক্রয়কর্মীরা প্যাকেট করে দিচ্ছেন তা। তবে পছন্দের পোশাক নিতে কোনো টাকা লাগছে না।

জানা গেছে, ২০২১ সালে শাকিল আহমেদ তিয়াস ব্যতিক্রমী এ দোকান দেন। প্রথম বছর ৫৮০ জনকে বিনা মূল্যে পোশাক দিয়েছেন। এ বছরও ৬০০ জনকে টাকা ছাড়া পোশাক দেওয়ার উদ্যোগ নিয়েছেন। আর দোকানটির নাম দেওয়া হয়েছে ‘ ঈদ আনন্দ, মানুষের প্রতি ভালোবাসা’। গতকাল বেলা ১১টার দিকে দোকানের শুভ উদ্বোধন করেন তিয়াসের মা সুরাইয়া পারভিন বিউটি।

ব্যতিক্রমী এ দোকান থেকে পণ্য নিয়েছেন পৌরসভার এলংগী এলাকার আব্দুল জলিল (৫৫)। তিনি বলেন, ‘বাজারে পোশাকের দাম বেশি। তাই খবর পেয়ে এখানে এসেছি। পছন্দ করে নিজের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি।’ একই এলাকার শাবানা খাতুন বলেন, ‘দোকান থেকে ছেলের জন্য একটা প্যান্ট নিয়েছি। টাকা ছাড়াই পোশাক নিয়ে খুব খুশি। তিয়াস ভাইয়ের জন্য দোয়া করি।’

এ বিষয়ে সুরাইয়া পারভিন বিউটি বলেন, ‘ছেলের এমন ব্যতিক্রমী ও মহতী উদ্যোগে আমি খুব খুশি।’

তিয়াস বলেন, ‘সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আমার এমন আয়োজন। এ বছর ৬০০ জনের জন্য আয়োজন করা হয়েছে। দুপুরের মধ্যে প্রায় ৩৫০ জন পোশাক নিয়েছেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত