Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে এই ওয়েস্ট ইন্ডিজ কতটা ভয়ংকর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুন ২০২২, ১৪: ৫২
বাংলাদেশের বিপক্ষে এই ওয়েস্ট ইন্ডিজ কতটা ভয়ংকর

ভয়ংকর, ভীতি জাগানিয়া, দোর্দণ্ড—একসময় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই শব্দগুলোকে প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হতো। সে সোনালি সময় পেছনে ফেলে আসা ক্যারিবীয়রা ভাঙাগড়ার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দলটাই যেমন।

অ্যান্টিগায় প্রথম টেস্টের দলে থাকা তিন পেসারের টেস্ট খেলার সম্মিলিত অভিজ্ঞতা ২৭ টেস্ট। তিনজনের মধ্যে অ্যান্ডারসন ফিলিপের অভিজাত সংস্করণের সঙ্গে এখনো পরিচয়ই হয়নি। সর্বোচ্চ ২০টি টেস্ট খেলেছেন আলজারি জোসেফ। ত্রিনিদাদ থেকে উঠে আসা ২০ বছর বয়সী জেইডেন সিলসের অভিজ্ঞতা বলতে ৭ টেস্ট। ১২ জনের স্কোয়াডে অলরাউন্ডার হিসেবে আছেন রেমন রেইফার। তাঁর অভিজ্ঞতার ঝুলি ১ টেস্ট। বাঁহাতি স্পিনার গুড়কেশ মোতি অভিষেকের অপেক্ষায় আছেন।

অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ যে দুজনের, তাঁরা নেই স্কোয়াডে। চোটে পড়ে নেই কেমার রোচ। সিরিজ থেকে ছুটি নিয়েছেন জেসন হোল্ডার। গত কয়েক বছরে ক্যারিবীয় বোলিং লাইনআপকে টেনেছেন দুজন। ঘরের মাঠে গত মার্চে ইংল্যান্ডকে হারানো সিরিজে সেরা উইকেটশিকারি ছিলেন রোচ। বাংলাদেশের বিপক্ষেও দুর্দান্ত রেকর্ড এই ফাস্ট বোলারের (৫ টেস্টে ২৯)। ক্যারিবিয়ানদের পেস বোলিং আক্রমণের এই অনভিজ্ঞতায় অবশ্য বাংলাদেশের খুশি হওয়ার কিছু নেই! সদ্য শেষ হওয়া সিরিজেই এক আনকোরা কাসুন রাজিথাই ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন। এমনকি গত বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে তুলনামূলক কম শক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ সিরিজ হেরেছিল ২-০ ব্যবধানে। অনভিজ্ঞ সিলস-ফিলিপদের তাই হালকাভাবে দেখার সুযোগ নেই।

মূল লড়াইয়ের আগে অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: বিসিবিগত ১৮ বছরে ওয়েস্ট ইন্ডিজে চার সফরে বাংলাদেশ ব্যাটিং লাইনআপের ৭৪ শতাংশ উইকেটই নিয়েছেন ক্যারিবীয় পেসাররা, এ তথ্যটাও ভয়ের কারণ হতে পারে। নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকে বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলছেন, ‘ঐতিহাসিকভাবে ওদের পেস বোলাররা দাপট দেখায়। উইকেট পাওয়াটা তাই খুব অস্বাভাবিক না। আমাদের স্পিনের শক্তি ভালো। আগে তো আমাদের স্পিনাররাই আধিপত্য দেখাত। এখন আমাদের পেসাররা এগিয়ে এসেছে। তবে এবারও ওয়েস্ট ইন্ডিজে স্পিনাররা ভালো করতে পারে।’ অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজ পেস আক্রমণকে হালকাভাবে দেখতে চান না রাজ্জাক। সাবেক এই বাঁহাতি স্পিনার বললেন, ‘ভালো কিছুর আশা করা যায়। তবে এখনো তো আমরা টেস্টে খুব ভালো নই। ঘরের মাঠে ওদের হালকাভাবে দেখার সুযোগ নেই।’

ওয়েস্ট ইন্ডিজের মতো অনভিজ্ঞতা বাংলাদেশ পেস বোলিং আক্রমণেও। ইবাদত হোসেন-খালেদ আহমেদরা প্রথমবার খেলবেন ক্যারিবীয় দ্বীপে। তাঁদের পরীক্ষা দিতে হবে ক্রেগ ব্রাথওয়েট-এনক্রুমা বোনারদের সামনে। বাংলাদেশের বিপক্ষে বরাবরই উজ্জ্বল উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট, ৪ টেস্টে করেছেন ৫৬৩ রান। আর দেশের মাঠে নিজেদের সাম্প্রতিক রেকর্ডও অনুপ্রাণিত করতে পারে ক্যারিবীয়দের। সর্বশেষ গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ তারা জিতেছে ১-০ ব্যবধানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত