Ajker Patrika

মজার ছলে শিখি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মে ২০২২, ১১: ৫০
মজার ছলে শিখি

মায়ের মোবাইল ফোন নিয়ে নিশ্চয় কার্টুন, ইউটিউবে বিভিন্ন অনুষ্ঠান দেখো। জানো কি, মায়ের মোবাইল ফোন থেকেই তুমি বিভিন্ন কিছু শিখতে পারবে। স্কুলে ভর্তি হলে এগুলো তোমার ভীষণ কাজে আসবে। তুমি যদি আগে থেকেই গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখে রাখো, তাহলে অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে থাকবে। ভাবছ কীভাবে মোবাইল থেকে শিখবে? বলছি।

অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে এডুকেশনাল গেমস ফর কিডস অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপে বেগুন, তরমুজ, মিষ্টিকুমড়া, আপেল, কলা, পিৎজাসহ বিভিন্ন খাবার আছে। সেই খাবারগুলো তোমাকে অনেক কিছু শিখতে সাহায্য করবে। ধাঁধা, জ্যামিতিক আকৃতি, ছোট-বড় আকার, বিভিন্ন রঙের ধারণা, ছবি দেখে মেলানো ইত্যাদি শিখতে পারবে মজার ছলে। স্ক্রিনে ট্যাপ করলেই মাথায় ছাতা নিয়ে হাজির হবে তোমার প্রিয় ফল তরমুজ। জমিতে ভুট্টার বীজ লাগালে সেখানে নিয়মিত পানি দিলেই গাছ বড় হবে। এসব অ্যানিমেশন দেখতে দেখতেই তুমি শিখতে পারবে গণনা। শিশুপার্কে গিয়ে তুমি যেভাবে স্লিপারে স্লিপ খাও, তেমনি ফলগুলোও স্লিপারে স্লিপ খাবে। আর তুমি তা দেখে মজার ছলে ছলে লেখাপড়াটা শিখতে পারবে। এই অ্যাপটি একেবারে ফ্রি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত