Ajker Patrika

রাঙামাটিতে এক দিনে করোনা শনাক্ত ৮৪

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৫: ০৯
রাঙামাটিতে এক দিনে করোনা শনাক্ত ৮৪

রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৮৪ জনের নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে। এতে শনাক্তের হার দাঁড়ায় ৪৫ দশমিক ৬৫ শতাংশ। চলতি মাসে এটি এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

আক্রান্তদের মধ্যে রাঙামাটির ৪৭ জনই সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া কাপ্তাইয়ে ২৩ জন, কাউখালীতে ৫, বিলাইছড়িতে ৪ , জুরাছড়ি ৩ ও লংগদু উপজেলার ২ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭১৩ জনের। তাঁদের মধ্যে মারা গেছেন ৩৪ জন।

বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৪৩৯ জন। তাঁদের মধ্যে ১ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে আইসোলেশনে ভর্তি আছেন।

এ পর্যন্ত জেলায় করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪ লাখ ৮ হাজার ৫২৩ জন। দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ৩ লাখ ২ হাজার ৪৯৭ জন।

এর আগে গত বৃহস্পতিবার ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা শনাক্ত হয়। এতে শনাক্তের হার ৩৯ দশমিক শূন্য ১ শতাংশ।

করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় ১২ জানুয়ারি ঢাকার সঙ্গে রাঙামাটি জেলাকেও ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় রাজধানীতে করোনা সংক্রমণের হার ১২ দশমিক ৯০ শতাংশ এবং রাঙামাটিতে ১০ শতাংশ জানানো হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

তিন ঘণ্টা পর আংশিক চালু মেট্রোরেল

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

সুদান: সবুজ স্বর্গে পচে যাচ্ছে খাবার, অন্য পাশে দুর্ভিক্ষে মারা যাচ্ছে শিশু

এলাকার খবর
Loading...