Ajker Patrika

ধান কাটার মেশিন পেলেন তিন কৃষক

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৩: ৩২
ধান কাটার মেশিন পেলেন তিন কৃষক

ব্রাহ্মণপাড়ায় শতকরা ৫০ ভাগ ভর্তুকিতে তিনজন কৃষককে কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে মেশিনের চাবি তুলে দেওয়া হয়।

উপজেলার শশীদল ইউনিয়নের বেগমাবাদ, মাধবপুর ইউনিয়নের ষাইটশালা ও চান্দলা ইউনিয়নের সবুজপাড়ার কৃষকদের এই সুবিধা দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কম্বাইন হারভেস্টার মেশিনের দাম ৩১ লাখ টাকা। ব্রাহ্মণপাড়ার কৃষকদের জন্য শতকরা ৫০ ভাগ ভর্তুকি দিয়ে এই মেশিন দেওয়া হচ্ছে। কৃষিকে আরও সমৃদ্ধ করতে এ উদ্যোগ নিয়েছে সরকার।

কম্বাইন হারভেস্টার মেশিন কৃষকের সময় ও অর্থ দুই-ই বাঁচায়। এই মেশিনে দ্রুত সময়ে ধান কেটে জমিতেই ধান মাড়াই করা হয়। ডিজেলচালিত এই মেশিনে ঘণ্টায় ১০০ শতক জমির ধান কাটা যায়। ধান বাড়িতে নিয়ে আসা পর্যন্ত ৬০ শতাংশে খরচ হয় সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা। অথচ শ্রমিক দিয়ে এই পরিমাণ জমির ধান কাটতে কমপক্ষে খরচ হয় সাড়ে ৭ থেকে ৮ হাজার টাকা।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান, মৎস্য কর্মকর্তা জয় বনিক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত