নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন বড় হুমকির মুখে পড়বে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত চলতি বাজেটের ওপর অন্তর্বর্তীকালীন আলোচনা-পরবর্তী সংবাদ সম্মেলনে এ অভিমত জানানো হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। অর্থনীতির নানা বিষয়ে সিপিডির মতামত তুলে ধরেন সংস্থার সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ও সিনিয়র রিসার্স ফেলো তৌফিকুল ইসলাম খান।
রাজস্ব আদায়ের বিদ্যমান পরিস্থিতি লক্ষ্যপূরণে কষ্টসাধ্য জানিয়ে সিপিডি মনে করে। এখন পর্যন্ত এনবিআর ১৬ শতাংশ প্রবৃদ্ধিতে রাজস্ব আহরণ করছে। লক্ষ্যমাত্রা পূরণ করতে বাকি সময়ে ৩০ শতাংশ হারে রাজস্ব আদায় করতে হবে। এটা প্রায়ই অসম্ভব ব্যাপার। লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এনবিআরকে শুল্ক ও ভ্যাট মিলিয়ে পরোক্ষ করের ক্ষেত্রে ৩২ শতাংশের বেশি হারে আদায় করতে হবে। অন্যদিকে আয়করের লক্ষ্যমাত্রা অর্জন করতেও ২৭ শতাংশ হারে কর আদায় করতে হবে।
সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে যেভাবে সারের দাম বাড়ছে, তাতে এ খাতের জন্য রাখা ভর্তুকির বরাদ্দ ৯ হাজার কোটি টাকায় কিছুই হবে না। সারের পেছনে লাগতে পারে অন্তত ২২-২৩ হাজার কোটি টাকা। এটা সরকারের বর্তমান রাজস্ব আয় দিয়ে সমন্বয় করা যাবে না। সরকারের হাতে বিদেশি অর্থ এলেও, প্রকল্পের জন্য আসা টাকা বাজেটে খরচ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
করোনার ধকল শেষ না হতেই নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে সিপিডি। সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানান, মহামারির সময় যখন মানুষ কাজ হারিয়েছে, অনেকের আয় কমে গেছে, এমন সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী বড় উদ্বেগের বিষয়। তিনি, মূল্যস্ফীতির তথ্য তুলে ধরে বলেন, ‘অক্টোবর মাস পর্যন্ত মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৪ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ শতাংশের যে কথা বলা হচ্ছে তা বাস্তবতার সঙ্গে বিরাট ফারাক।
ড. ফাহমিদা খাতুন বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এতে মানুষের জীবনযাত্রার মানের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। একদিকে, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে; অন্যদিকে, অভ্যন্তরীণ বাজার ব্যবস্থায় সুশাসনের অভাব। এসব কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে।’
এ সময় চালের চাহিদা ও সরবরাহ নিয়ে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘করোনা-পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধার টেকসই হচ্ছে না। টেকসই না হওয়ার কারণ হলো, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির। বিশেষ করে খাদ্যপণ্যের। সামষ্টিক অর্থনীতির সূচকগুলোও স্বস্তিতে নেই।’
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন বড় হুমকির মুখে পড়বে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত চলতি বাজেটের ওপর অন্তর্বর্তীকালীন আলোচনা-পরবর্তী সংবাদ সম্মেলনে এ অভিমত জানানো হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। অর্থনীতির নানা বিষয়ে সিপিডির মতামত তুলে ধরেন সংস্থার সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ও সিনিয়র রিসার্স ফেলো তৌফিকুল ইসলাম খান।
রাজস্ব আদায়ের বিদ্যমান পরিস্থিতি লক্ষ্যপূরণে কষ্টসাধ্য জানিয়ে সিপিডি মনে করে। এখন পর্যন্ত এনবিআর ১৬ শতাংশ প্রবৃদ্ধিতে রাজস্ব আহরণ করছে। লক্ষ্যমাত্রা পূরণ করতে বাকি সময়ে ৩০ শতাংশ হারে রাজস্ব আদায় করতে হবে। এটা প্রায়ই অসম্ভব ব্যাপার। লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এনবিআরকে শুল্ক ও ভ্যাট মিলিয়ে পরোক্ষ করের ক্ষেত্রে ৩২ শতাংশের বেশি হারে আদায় করতে হবে। অন্যদিকে আয়করের লক্ষ্যমাত্রা অর্জন করতেও ২৭ শতাংশ হারে কর আদায় করতে হবে।
সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে যেভাবে সারের দাম বাড়ছে, তাতে এ খাতের জন্য রাখা ভর্তুকির বরাদ্দ ৯ হাজার কোটি টাকায় কিছুই হবে না। সারের পেছনে লাগতে পারে অন্তত ২২-২৩ হাজার কোটি টাকা। এটা সরকারের বর্তমান রাজস্ব আয় দিয়ে সমন্বয় করা যাবে না। সরকারের হাতে বিদেশি অর্থ এলেও, প্রকল্পের জন্য আসা টাকা বাজেটে খরচ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
করোনার ধকল শেষ না হতেই নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে সিপিডি। সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানান, মহামারির সময় যখন মানুষ কাজ হারিয়েছে, অনেকের আয় কমে গেছে, এমন সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী বড় উদ্বেগের বিষয়। তিনি, মূল্যস্ফীতির তথ্য তুলে ধরে বলেন, ‘অক্টোবর মাস পর্যন্ত মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৪ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ শতাংশের যে কথা বলা হচ্ছে তা বাস্তবতার সঙ্গে বিরাট ফারাক।
ড. ফাহমিদা খাতুন বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এতে মানুষের জীবনযাত্রার মানের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। একদিকে, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে; অন্যদিকে, অভ্যন্তরীণ বাজার ব্যবস্থায় সুশাসনের অভাব। এসব কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে।’
এ সময় চালের চাহিদা ও সরবরাহ নিয়ে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘করোনা-পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধার টেকসই হচ্ছে না। টেকসই না হওয়ার কারণ হলো, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির। বিশেষ করে খাদ্যপণ্যের। সামষ্টিক অর্থনীতির সূচকগুলোও স্বস্তিতে নেই।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫