Ajker Patrika

লোনাপানিতে চিংড়ির পাশাপাশি ধান চাষের পক্ষে কৃষকেরা

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬: ১৯
লোনাপানিতে চিংড়ির পাশাপাশি ধান চাষের পক্ষে কৃষকেরা

পাইকগাছায় ২১ নম্বর পোল্ডারে পরিকল্পিত উপায়ে লোনাপানিতে চিংড়ির পাশাপাশি ধান চাষ অব্যাহত রাখার পক্ষে মতামত দিয়েছেন জমির মালিকেরা। গতকাল বিকেলে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় নিকেতন স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তারা এমন অভিব্যক্তি প্রকাশ করেন।

জমির মালিক শেখ সুলতান জাকারিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দেলুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল কান্তি মণ্ডল। বক্তব্য রাখেন জমির মালিক জিতেন্দ্র নাথ ঢালি কালীদাশ রায়, বিভূতি ভূষণ রায়, ভোল্টন মণ্ডল, মো. আবুল হোসেন গাজী, ব্রজেন মণ্ডল। উপস্থিত ছিলেন আব্দুল আজিজ গাজী, নিরঞ্জন রায়, মনিরুল সরদার, সুভাষ মণ্ডল, প্রকাশ মণ্ডল, আব্দুর রহমান মল্লিক, শফিকুল সরদার, মুজিবুর রহমান গাজী, আবুল কাশেম গাজী, স্বপন বিশ্বাস, পলাশ মোড়ল, মোকসেদ জোয়ারদার, গোলাম মোস্তফা গাজী, মান্নাব গাজী, দীপক মণ্ডল, কালীপদ মণ্ডলসহ হাজারো জমির মালিক।

এ সময় জমির মালিকেরা বলেন, আমাদের ২১ নম্বর পোল্ডারে ১১ হাজার বিঘা জমি রয়েছে। আমরা আশির দশকের পর থেকে ৬ মাস লোনা পানিতে চিংড়ি চাষের পাশাপাশি পরের ৬ মাস মিঠাপানিতে ধান চাষ করে আসছি। আমরা এ এলাকা থেকে প্রায় শত কোটি টাকার চিংড়ি, ১২ কোটি টাকার কাঁকড়া, ১৫ কোটি টাকার হরিনা চিংড়ি, ২৫ কোটি টাকার সাদা মাছ এবং ৩৫ কোটি টাকার ধান উৎপাদন করে থাকি। কিছু মানুষ এর বিরোধিতা করে আসছে। আমরা ৯৫ শতাংশ জমির মালিকেরা চিংড়ি চাষের পাশাপাশি ধান চাষের জন্য রায় দিয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত