ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া নদীর ভাঙনে ৫০-৬০ মিটার কাঁচা রাস্তা বিলীন হয়ে গেছে। এতে উপজেলা সদরের সঙ্গে তিন গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা কৃষিপণ্য পরিবহনসহ যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন।
গতকাল বুধবার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা গেছে, বালাতাড়ি ও কৃষ্ণানন্দবকসী এলাকার বারোমাসিয়া নদীর তীরে আধা কিলোমিটার এলাকা ভেঙে গেছে। এ কারণে গোরকমন্ডল, কৃষ্ণানন্দবকসী ও বালাতাড়ি হয়ে বালারহাট যাতায়াতের কাঁচা রাস্তাটিতে প্রায় ৫০-৬০ মিটার বিলীন হয়ে গেছে। এতে তিন গ্রামের ১০ হাজার মানুষ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওইসব এলাকার মানুষ জরুরি প্রয়োজনে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে উপজেলা সদরসহ বালারহাট বাজারেযাতায়াত করছে।
বালাতাড়ি গ্ৰামের সবজি ব্যবসায়ী শাহজাহান মিয়া বলেন, ‘রাস্তা বিলীন হওয়ায় সময়মতো শাকসবজি হাটবাজারে নিয়ে যেতে পারি না। সময় ও খরচ বেশি পড়ে।’
উপজেলার কৃষ্ণানন্দবকসী এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, ‘নদীর ওপারে আমার চাষের জমি আছে। ভুট্টা ও সবজি চাষ করেছি। রাস্তা না থাকায় নৌকায় যাতায়াত করি।’
গোরকমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আসাদুজ্জামান বলেন, ‘ভাঙা রাস্তার কারণে শিক্ষার্থীদের নিয়ে বিপদে আছি। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাছেন আলী জানান, বারোমাসিয়ার ভাঙনে ওই রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে গোরকমন্ডল, কৃষ্ণানন্দবকসী ও বালাতাড়ি গ্রামের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে বালাতাড়ি, কৃষ্ণানন্দবকসী ও গোরকমন্ডল এলাকার মানুষ পাঁচ কিলোমিটার বেশি পথ অতিক্রম করে যাতায়াত করছে। বিষয়টি তিনি উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া নদীর ভাঙনে ৫০-৬০ মিটার কাঁচা রাস্তা বিলীন হয়ে গেছে। এতে উপজেলা সদরের সঙ্গে তিন গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা কৃষিপণ্য পরিবহনসহ যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন।
গতকাল বুধবার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা গেছে, বালাতাড়ি ও কৃষ্ণানন্দবকসী এলাকার বারোমাসিয়া নদীর তীরে আধা কিলোমিটার এলাকা ভেঙে গেছে। এ কারণে গোরকমন্ডল, কৃষ্ণানন্দবকসী ও বালাতাড়ি হয়ে বালারহাট যাতায়াতের কাঁচা রাস্তাটিতে প্রায় ৫০-৬০ মিটার বিলীন হয়ে গেছে। এতে তিন গ্রামের ১০ হাজার মানুষ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওইসব এলাকার মানুষ জরুরি প্রয়োজনে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে উপজেলা সদরসহ বালারহাট বাজারেযাতায়াত করছে।
বালাতাড়ি গ্ৰামের সবজি ব্যবসায়ী শাহজাহান মিয়া বলেন, ‘রাস্তা বিলীন হওয়ায় সময়মতো শাকসবজি হাটবাজারে নিয়ে যেতে পারি না। সময় ও খরচ বেশি পড়ে।’
উপজেলার কৃষ্ণানন্দবকসী এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, ‘নদীর ওপারে আমার চাষের জমি আছে। ভুট্টা ও সবজি চাষ করেছি। রাস্তা না থাকায় নৌকায় যাতায়াত করি।’
গোরকমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আসাদুজ্জামান বলেন, ‘ভাঙা রাস্তার কারণে শিক্ষার্থীদের নিয়ে বিপদে আছি। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাছেন আলী জানান, বারোমাসিয়ার ভাঙনে ওই রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে গোরকমন্ডল, কৃষ্ণানন্দবকসী ও বালাতাড়ি গ্রামের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে বালাতাড়ি, কৃষ্ণানন্দবকসী ও গোরকমন্ডল এলাকার মানুষ পাঁচ কিলোমিটার বেশি পথ অতিক্রম করে যাতায়াত করছে। বিষয়টি তিনি উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫