Ajker Patrika

এবার হাফেজি ও কওমি শিক্ষার্থীদের টিকা

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৩: ০৭
Thumbnail image

যশোরের চৌগাছায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, দাখিল, আলিম ও কামিল মাদ্রাসার ১২ থেকে ১৮ বছরের ২২ হাজার ৪৮২ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া শেষ হয়েছে। এবার কওমি ও হাফেজি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য তালিকা চেয়েছে উপজেলা স্বাস্থ্য দপ্তর।

গত বৃহস্পতিবার ৬০০ শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেওয়ার মাধ্যমে উপজেলার ৪৮ মাধ্যমিক বিদ্যালয় ২১ দাখিল, আলিম ও কামিল মাদ্রাসা এবং ১১ কলেজের ১২ বছর থেকে ১৭ বছর ৩৬৪ বয়সী শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন হয়। গত ১২ জানুয়ারি থেকে শুরু করে ১৯ জানুয়ারি শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্পন্ন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ৭৪৪ জন শিক্ষার্থী নানা কারণে সে সময়ে টিকা নিতে না পারায় বৃহস্পতিবার তাদের টিকা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার বলেন, ‘উপজেলার সব কওমি ও হাফেজি মাদ্রাসার শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত