Ajker Patrika

বেগম রোকেয়া দিবস পালন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২: ৩০
বেগম রোকেয়া দিবস পালন

মৌলভীবাজার ও সুনামগঞ্জে মহীয়সী নারী বেগম রোকেয়ার ১৪১ তম জন্ম ও ৮৯ তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়। এ দিবসে জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। বিস্তারিত প্রতিনিধিদের তথ্যে:

মৌলভীবাজার: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলার উদ্যোগে রোকেয়া দিবস পালন করা হয়। এতে ৮ জন নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়। মহিলা ফোরাম জেলার সংগঠক রেহনোমা রুবাইয়াৎ এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মঈনুর রহমান মগনু, শিক্ষক মাধুরী মজুমদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ।

সুনামগঞ্জ: এ দিবসে জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এদিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জয়িতাদের সম্মাননা দেওয়া হয়। ৫টি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে সম্মাননা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত