Ajker Patrika

২০ হাজার মেট্রিক টন আলু যাবে বিদেশে

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২: ০৩
২০ হাজার মেট্রিক টন আলু যাবে বিদেশে

চলতি মৌসুমে মিঠাপুকুর উপজেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন। প্রাথমিক অবস্থায় ২০ হাজার মেট্রিক টন আলু বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৯ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উপজেলার ১৭টি ইউনিয়নেই কমবেশি আলু চাষ হয়েছে। তবে পায়রাবন্দ, বালারহাট, ভাংনী, লতিবপুর, রানীপুকুর, খোড়াগাছ, ময়েনপুর, চেংমারী, বড়হযরতপুর ও দুর্গাপুর ইউনিয়নে তুলনামূলক বেশি চাষ হয়েছে। শিল বিলাতী, এস্টারিজ, গ্রানুলা, লাল পাকড়ি, সাদা পাকড়ি, ডায়মন্ডসহ বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, চলতি মৌসুমে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তিনি আরও জানান, ইতিমধ্যে রপ্তানি ব্যবসায় জড়িত পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। তাঁরা মিঠাপুকুর থেকে ২০ হাজার মেট্রিক টন আলু রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছেন।

উপজেলার চুহড় ব্লকের অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হামিদুর রহমান জানান, পায়রাবন্দ ইউনিয়নের আলু চাষিরা অভিজ্ঞ। তাঁদের অনেকেই আগাম আলু চাষ করে ভালো ফলন পেয়েছেন।

ইসলামপুর এলাকার কৃষক আনছার আলী জানান, সার সংকটের পরও চলতি বছর আলুর আবাদ ভালো হয়েছে। ভালো দাম পেলে লাভবান হবেন চাষিরা। তবে কাঙ্ক্ষিত দাম নিয়ে শঙ্কার কথাও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত