Ajker Patrika

সাবেক সহকর্মীদের ভালোবাসায় আপ্লুত বুবলী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

কোরবানির ঈদেও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ নায়িকার দুটি সিনেমা। এবার ঈদে বুবলীকে চমকে দিলেন তাঁর পুরোনো সহকর্মীরা। গত বুধবার ৩৯টি টিভি চ্যানেলের নিউজ প্রেজেন্টাররা একসঙ্গে উপভোগ করলেন বুবলীর ‘প্রহেলিকা’ সিনেমাটি। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বুবলীও।

 উপস্থিত সংবাদ পাঠকদের একজন বলেন, ‘প্রহেলিকা আমাদের নিজেদের সিনেমা। কারণ আমাদের পরিবারের একজন এ সিনেমায় অভিনয় করেছেন। একজন সংবাদ পাঠিকা যে গণ্ডি ভেঙে নিজেকে অভিনয়ে প্রতিষ্ঠিত করতে পারেন, বুবলী এটার উদাহরণ। তাঁকে ভালোবেসে প্রহেলিকার সঙ্গে আমরা ঈদ পুনর্মিলনী করতে এসেছি।’

পুরোনো সহকর্মীদের এমন ভালোবাসায় আপ্লুত বুবলী। তিনি বলেন, ‘সাবেক সহকর্মীরা আমাকে নস্টালজিক করে দিয়েছেন। আমার জন্য এমন দারুণ একটি সারপ্রাইজ ছিল, যা সারা জীবন মনে থাকবে। এত ব্যস্ততার ভেতরও সময় বের করে এত টিকিট একসঙ্গে ম্যানেজ করে প্রায় ৩৯টি টিভি চ্যানেল থেকে সবাই একসঙ্গে যুক্ত হয়ে আমার সিনেমা দেখেছেন। আমাকে এবং আমার পুরো প্রহেলিকা টিমকে ভালোবাসা দিয়েছেন, আমি সত্যি মুগ্ধ, সম্মানিত এবং সবার প্রতি কৃতজ্ঞ।’ বুবলী আরও বলেন, ‘আমি সত্যিই অনেক গর্বিত, সংবাদ উপস্থাপনার মতো এমন একটি চ্যালেঞ্জিং, সম্মানিত আর পরিশীলিত কাজের সাথে যুক্ত ছিলাম, আছি এবং থাকব।’

চয়নিকা চৌধুরীর পরিচালনায় প্রহেলিকা সিনেমায় বুবলীর সঙ্গে আছেন মাহফুজ আহমেদ। এ সিনেমা দিয়েই ৮ বছর পর বড় পর্দায় ফিরেছেন এ অভিনেতা। এ ছাড়া প্রেক্ষাগৃহে চলছে বুবলীর ‘ক্যাসিনো’ সিনেমাটি। সৈকত নাসিরের পরিচালনায় এতে তাঁর বিপরীতে রয়েছেন নিরব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত